‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতলেন ভারতের হারনাজ সান্ধু। ২১ বছর পর ‘বিশ্বসুন্দরীর’ খেতাব এল ভারতে। আর এবারও খেতাব জিতলেন এক পাঞ্জাবী সুন্দরীই। এর আগে ২০০০ সালে এই খেতাব জিতেছিলেন পাঞ্জাবের লারা দত্ত। তার আগে বঙ্গতনয়া সুস্মিতা সেন। সান্ধু তৃতীয় ভারতীয় যিনি ‘বিশ্বসুন্দরীর’ হলেন।
রোববার (১২ ডিসেম্বর) রাতে ইসরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্স-এর আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পাঞ্জাবের ২১ বছরের সুন্দরী হারনাজ।
কিন্তু কোন প্রশ্নের উত্তর দিয়ে মিস ইউনিভার্সের মুকুটখানা ছিনিয়ে নিলেন হারনাজ সান্ধু। প্রতিযোগিতায় তাকে প্রশ্ন করা হয়েছিল- সাম্প্রতিক কালে নারীরা যে ধরনের কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, সেগুলি কাটিয়ে উঠতে হরনাজ তাদের কী পরামর্শ দেবেন?
উত্তরে তিনি বলেন, ইদানীং নারীরা নিজেদের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন। নতুন ‘মিস ইউনিভার্স’ এর চোখে আপাতত এটিই তাদের সবচেয়ে বড় সমস্যা। তিনি বলেন, বর্তমান সময়ের যুবক-যুবতীরা আত্মবিশ্বাসের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার মুখোমুখি হচ্ছেন। আপনি সবার চেয়ে আলাদা- এই বিশ্বাসই আপনাকে সুন্দর করে তোলে। অন্যের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। সেগুলো নিয়ে আলোচনা করতে হবে।
হারনাজের মাথায় সেরার মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স, মেক্সিকোর সুন্দরী আন্দ্রিয়া মেজা। পরে সাবেক বিশ্ব সুন্দরী লারাও টুইট করে শুভেচ্ছা জানান হারনাজকে। লারা লেখেন, অভিনন্দন হারনাজ। আমাদের ক্লাবে তোমাকে স্বাগত। ২১ বছর ধরে এ সম্মানের জন্য আমরা অপেক্ষা করেছি। তুমি আমাদের গর্বিত করেছ। আমাদের অনেকের স্বপ্ন পূরণ হলো।
Leave a Reply