কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন কুষ্টিয়ার জেলা প্রসাশক ও পুলিশ সুপার। গতকাল শনিবার দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. খাইরুল আলম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. আনিছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা নির্বাচন অফিসার শিরিনা আক্তার বানু। মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী এলাকার পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন। এ মতবিনিময় সভায় রির্টানিং অফিসারগণ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহবান জানান। সেই সাথে নির্বাচনী সম্পুর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে। কোন প্রকার ভয়-ভীতি প্রদর্শন ও ভোট কেন্দ্রে আসতে বাধা প্রদান করতে দেওয়া হবে না। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। সেইসাথে একাধিক মোবাইল টিমের টহল অব্যাহত থাকবে। উল্লেখ্য, কুমারখালী উপজেলার ১১টি ইউনিয়নের মোট ভোটর ২ লক্ষ ৪৯ হাজার ৯৩৮ জন, পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ২৯৯ জন, মহিলা ভোটর সংখ্যা ১ লক্ষ ২৩ হাজার ৬৩৯ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১২৩টি, বুথ সংখ্যা ৭৩২টি, প্রিজাইডিং অফিসার থাকবেন, ১২৩ জন, সহকারি প্রিজাইডিং অফিসার থাকবেন ৭৩২ জন, পোলিং অফিসার থাকবেন ১৪৬৪ জন। উপজেলা ১১টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৫৬৩ জন। চেয়ারম্যান পদে ৫৩ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১১৮ জন ও সাধারন ওয়ার্ড সদস্য পদে ৩৯২ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
Leave a Reply