কাগজ প্রতিবেদক ॥ ক্রয়কৃত মামলাল আনতে গেলে কুষ্টিয়ার কবুরহাটে মেসার্স ইফাদ অটো রাইচ মিলে এক ব্যবাসায়ীকে আটকে রেখে মালিক ও শ্রমিক যৌথভাবে বেদম প্রহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মারপিটের শিকার ব্যবসায়ী মোহন জোয়ার্দ্দার (৩২) আহত অবস্থায় কুষ্টিয়া ২শ ৫০ শর্যার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট বাজারে মেসার্স ইফাদ অটো রাইচ মিলে এ ঘটনা ঘটে। সূত্রে জানাযায়, গত ২৬ জানুয়ারী ইফাদ অটো রাইচ মিলের পুরাতণ বয়লার সেটাপ পুরা মেশিনসহ ৮ লক্ষ ৮০ হাজার টাকা মূল্য নির্ধারণ করে ক্রয় করে দুটি ভাউচার গ্রহন করে ব্যবসায়ী মোহন আলী জোয়াদ্দার। উক্ত পুরাতন বয়লার সেটআপ মেশিন ক্রয়ের নির্ধারিত মূল্যে অনুযায়ী গত ২৬ জানুয়ারী ৪ লক্ষ টাকা ও গত ২৭-১-২১ তারিখে ৪ লক্ষ ৮০ হাজার টাকা নগদ পরিষদ করে ভাউচার গ্রহন করে। পুর্ব নির্ধারিত অনুযায়ী গতকাল মোহন জোয়ার্দ্দার তার ক্রয়কৃত পুরাতন বয়লার সেটআপ পুরা মেশিন গতকাল বুধবার সকালে মিস্ত্রী নিয়ে ইফাদ অটো রাইচ মিল থেকে খুলে আনতে গেলে ইফাদ অটো মিলের মালিক হাজী ইউনুস আলী ক্রয়কৃত পুরাতন বয়লার সেটাপ পুরা মেশিনের বেশ কিছু মালামাল খুলে নিতে বাধা প্রদান করে। পরে বিকেলে পুনরায় ক্রয়কৃত পুরাতন বয়লার সেটাপ পুরা মেশিন আনতে গেলে হাজী ইউনুস আলীর সাথে ব্যবসায়ী মোহন আলী জোয়াদ্দার এর কথা কাটাকাটি হয়। এ সময় ইফাদ অটো রাইচ মিলের মালিক হাজী ইউনুস আলী তার মিলের কর্মচারীদের মিল গেট বন্ধ করে মোহন আলী জোয়াদ্দারকে মারার নিদেশ প্রদান করে। তখন মিলের কয়েক জন কর্মচারী মোহন আলী জোয়াদ্দারকে ঝাপটে ধরে এবং হাজী ইউনুস আলীসহ অন্য কর্মাচারীগণ তাকে কিল ঘুষিসহ বাঁশ দিয়ে বেপরোয়া আঘাত করে তাকে মিলের মধ্যে আটকে রাখে। পরে গ্রামবাসী খবর পেয়ে আহত অবস্থায় ইফাদ অটো রাইচ মিলের ভেতর থেকে ব্যবসায়ী মোহন আলী জোয়াদ্দারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। একটি সূত্রে জানাগেছে, মেসার্স ইফাদ অটো রাইচ মিলের প্রোঃ মোঃ ইউনুস আলী ব্যাপারী হঠাৎ নতুন টাকার মালিক হয়ে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে খারাপ আচারণ করে এবং তার কাছে পাওনা টাকা চাইতে গেলে তাদেরকে বিভিন্ন ভয়-ভীতি প্রদান করে থাকেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিন মন্ডলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমিও শুনেছি ইউনুছ আলী মোহন জোয়ার্দ্দারকে মারপিট করেছে একটি ম্যাশিন কেনাকে কেন্দ্র করে। তিনি জানান, এটি একটি ব্যবসায়ীক এলাকায়। আমরা উভয়কে একত্রিত করে বিষয়টি নিষ্পত্তির জন্য সামাজিক ভাবে চেষ্টা করা হচ্ছে। অপরদিকে মোহন জোয়ার্দ্দার বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
Leave a Reply