ঢাকা অফিস ॥ বরিশাল জেলা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় মেধা তালিকায় পঞ্চম হওয়া আসপিয়া ইসলাম কাজলকে (১৯) সরকারী জমিতে ঘর নির্মাণ ও চাকরির ব্যবস্থা করে দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্দেশনা পেয়ে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার আসপিয়ার জন্য ঘর নির্মাণে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজকে সরকারী জমি খুঁজতে বলেছেন। খবর অনলাইনের। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া শুক্রবার সকালে ফোন দেন। তিনি বলেন, আসপিয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। আসপিয়া যাতে কনস্টেবল পদে চাকরি পেতে পারে সেজন্য সরকারী জমিতে ঘর নির্মাণ করে দেয়ার নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে আসপিয়ার জন্য জমির স্থান নির্ধারণ করতে হিজলার ইউএনওকে বলা হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে আসপিয়ার জন্য ঘর নির্মাণ সম্ভব হবে। ভূমিহীন আসপিয়ার পাশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানান, আসপিয়া যাতে তার যোগ্যতায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেতে পারে সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। ভূমিহীন আসপিয়া ইসলাম কাজলের বাবা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা হলেও বাড়ি থেকে প্রায় ৩৫ বছর আগে সপরিবারে তারা বরিশালের হিজলা উপজেলায় এসে বসবাস শুরু করেন। সূত্রমতে, ভূমিহীন হওয়ায় চাকরি পাচ্ছেন না আসপিয়া এ সংক্রান্ত একটি লেখা ও ছবি বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর পর সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসপিয়ার কাছে ফোন আসতে শুরু করে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে ফোন করা হয়। সেখানে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার রোল নম্বর থেকে শুরু করে সবধরনের তথ্য তাদের নিকট সরবরাহ করা হয়েছে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন বলে জানিয়েছেন আসপিয়াকে। এছাড়াও অন্যান্য বিভিন্ন দফতর থেকে আসপিয়াকে ফোন করে তারাও সকল ঘটনা শুনে নিয়োগ পরীক্ষার সকল তথ্য নিয়েছেন। ফলে আসপিয়া তার চাকরি হওয়ার একটা সম্ভাবনা দেখছেন বলে শুক্রবার সকালে সংবাদকর্মীদের কাছে জানিয়েছেন। কলেজছাত্রী আসপিয়া ইসলাম কাজলের জাতীয় পরিচয়পত্রে দেয়া তথ্য থেকে জানা গেছে, তিনি বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর গ্রামের মাতুব্বরবাড়ির বাসিন্দা। তারা (আসপিয়া) সপরিবারে মাতুব্বরবাড়ির মেজবাহ উদ্দিন অপুর বাড়িতে থাকেন। আসপিয়া বলেন, কোন ধরনের তদবির কিংবা সুপারিশ ছাড়া নিজের যোগ্যতায় সাতটি স্তর সফলভাবে অতিক্রম করার পর নিয়োগপত্র পাওয়ার মুহূর্তে তার সব স্বপ্ন ভেঙ্গে যাচ্ছিল। যে সময়টা হিজলা থানার ওসি তাকে জানিয়েছেন- তোমার পরিবারের নিজস্ব জমি নেই, তাই তোমার চাকরিটা হচ্ছে না। এ কথা শোনার সঙ্গে সঙ্গে মনে হয়েছিল আমার মৃত্যু হচ্ছে। এ খবরটা তখন যে কত কষ্টের ছিল তা বোঝাতে পারব না। কোন কিছু না ভেবে ছুটে যাই ডিআইজি স্যারের কাছে। সেও তার অপারগতার বিষয়টি তুলে ধরেন। বড়জালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ঝন্টু বেপারি বলেন, আসপিয়াকে আমি ছোটবেলা থেকেই চিনি। ওর বাবা সৎ মানুষ ছিলেন। ২০১৯ সালের ৭ মে তার বাবা ব্যবসায়ী শফিকুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আসপিয়াসহ তাদের পরিবারের চারজন সদস্য ওই এলাকার ভোটার। তার বাবাও ওই এলাকার ভোটার ছিলেন। আসপিয়ার বড়ভাই ঢাকায় গার্মেন্টসে এবং মেঝ বোন একটি রেস্তরাঁয় বাবুর্চির কাজ করেন। আর সেজ আসপিয়া ইসলাম কাজল হিজলা ডিগ্রী কলেজে বিএ-তে পড়াশোনা করছেন। ছোট বোন পড়ে প্রাথমিক বিদ্যালয়ে। তারা তাদের মা ঝর্ণা বেগমের সঙ্গে হিজলায় বসবাস করছেন। তিনি আরও বলেন, শফিকুল ইসলাম জীবিত অবস্থায় আমার সঙ্গে আলাপ করে হিজলায় জমি ক্রয় করে ঘর তোলার জন্য সবকিছু ঠিক করেছিলেন। এমনকি জমিও পছন্দ করেছিলেন। কিন্তু হঠাৎ করে সে মারা যাওয়ায় সবকিছু তছনছ হয়ে গেছে।
Leave a Reply