কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দিবসটি উদযাপনে নানা কর্মসূচী বাস্তবায়ন করা হয়। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ গেট চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন সহ বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটি উদযাপনের শুভ উদ্বোধন ঘোষনা করেন, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ সড়কে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিজস্ব ব্যানার সহ অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ গেট চত্বরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আকরাম হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুর রফিক বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন, শিক্ষক মাহাবুবুল আলম প্রমুখ। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শহরের গুরুত্বপূর্ন এলাকায় দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত ব্যানার স্থাপন ও পোষ্টারিং করা হয়েছে।
Leave a Reply