ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছালাভরা নামক স্থানে বাস চাপায় রহিমা খাতুন (৭) নামের প্রথম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার ছালাভরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন সদর উপজেলার চেউনিয়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। সে গড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী ছিল। কালীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুপুরে মা ফরিদা খাতুনের সাথে কালীগঞ্জ থেকে কাপড় কিনে বাড়ি ফিরছিল। পথে ছালাভরা নামক স্থানে এসে ইজিবাইকের ভাড়া দেওয়ার সময় শিশু রহিমা দৌড়ে রাস্তা পাওয়ার হওয়ার চেষ্টা করে। এসময় ঝিনাইদহ থেকে যশোরগামী মামুন পরিবহণের একটি বাস তাকে চাঁপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।কালীগঞ্জ থানার ওসি মোহা: মাহফুজুর রহমান জানান, বাসটি আটক করা হয়েছে কিন্তু চালক পলাতক রয়েছে। নিহত শিশুটির লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
Leave a Reply