কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই সদস্যের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গতকাল বুধবার বেলা তিনটার দিকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তির কপি বিকেলে সংগঠনটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর আইডিতে পোস্ট করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সেই সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের আগামী সাত কার্যদিবসের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ, উপতথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর রহমান রূপক এবং সদস্য রাকিব বিন আলমগীরের কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য বলা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীর উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন। যোগাযোগ করা হলে কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন বলেন, আগামী শুক্রবার তাঁরা ক্যাম্পাসে যাবেন এবং চলতি মাসের মধ্যেই নতুন কমিটি গঠন করা হবে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপতথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর রহমান বলেন, দু-এক দিনের মধ্যেই ক্যাম্পাসে যাবেন। দ্রুত জীবনবৃত্তান্ত সংগ্রহ করে একটি প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন। তাই ক্যাম্পাসকে অরাজকতামুক্ত ও শিবিরমুক্ত করতে ছাত্রলীগের তৎপরতা বাড়ানো হবে। খুব শিগগির হয়তো নতুন কমিটি গঠন করা হবে।’ এ ছাড়া পৃথক আরও এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ ও সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসম্পাদক পদে মনোনীত করা হয়েছে। সংগঠনটির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৯ সালের ১৪ জুলাই রবিউলকে সভাপতি ও রাকিবুলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা হয়। এর কয়েক মাস পরেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে কমিটি হয়েছে বলে অভিযোগ ওঠে। এ রকম একটি অডিও প্রকাশ পায়। এরপর থেকে ক্যাম্পাসে পদবঞ্চিত নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। বিভিন্ন সময়ে রবিউল ও রাকিবুল ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। এমনকি মারধরও করা হয়। তাঁদের ক্যাম্পাসে অবাঞ্ছিতও ঘোষণা করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা লাগানো হয়েছিল। দীর্ঘ দুই বছর পাঁচ মাস পর দুই পদের সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
Leave a Reply