কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নের কালী নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে নদীতে তার লাশ ভাসমান দেখতে পেয়ে উদ্ধার করেন এলাকাবাসী। মৃত আবদুল খালেক শাহ (৬২) উপজেলার চাপড়া ইউনিয়নের পার সাঁওতা গ্রামের বাসিন্দা। পরিবার জানিয়েছে, সোমবার বিকালে নিখোঁজ হন আবদুল খালেক। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বাঁধবাজার কালী নদীতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ শনাক্ত করেন। আবদু খালেক মৃগী রোগী ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, পরিবার ও এলাকাবাসীর ভাষ্যমতে,ওই বৃদ্ধ মৃগী রোগী ছিলেন। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Leave a Reply