1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 6:47 pm

এবি ব্যাংকের দুই এমডিসহ ১৫ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • প্রকাশিত সময় Tuesday, December 7, 2021
  • 105 বার পড়া হয়েছে

অর্থ আত্মসাতের মামলায় এবি ব্যাংকের সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মসিউর রহমান চৌধুরী ও শামীম আহমেদ চৌধুরীসহ ১৫ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।
আদালতের আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তাদের গ্রেপ্তার করতে বলা হয়েছে।
মামলার ১৭ আসামির মধ্যে গ্রেপ্তার ২ আসামির জামিন প্রশ্নে রুল দিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ নির্দেশ দেয়।
আদালতে জামিন অবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম আব্বাস চ্যেধুরী দুলাল। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, “আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে ১৫ আসামিকে গ্রেপ্তার করতে দুদককে নির্দেশ দিয়েছেন আদালত। আর এই ১৫ জন যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন তার জন্য ইমিগ্রেশন পুলিশ, দুদক ও পুলিশ প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে।”
জাল কার্যাদেশ এবং অবৈধ ব্যাংক গ্যারান্টি প্রদানের মাধ্যমে ১৭৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে এবি ব্যাংকের সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মসিউর রহমান চৌধুরী, শামীম আহমেদ চৌধুরীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
গত ৮ জুন দুদকের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ।
মামলায় প্রধান আসামি করা হয়েছে এরশাদ ব্রাদার্স করপোরেশনের মালিক মো. এরশাদ আলীকে।
এ ছাড়া এবি ব্যাংকের সাবেক এমডি মসিউর রহমান চৌধুরী ও শামীম আহমেদ চৌধুরী, সাবেক ইভিপি ও শাখা ম্যানেজার এ বি এম আবদুস সাত্তার, এভিপি ও রিলেশনশিপ ম্যানেজার আবদুর রহিম, এসভিপি ও সাবেক রিলেশনশিপ ম্যানেজার আনিসুর রহমান, ভিপি শহিদুল ইসলাম, এভিপি মো. রুহুল আমিন, ইভিপি এবং হেড অব সিআরএম ওয়াসিকা আফরোজী, ভিপি এবং সিএমআরের সদস্য মুফতি মুস্তাফিজুর রহমান, সাবেক এসইভিপি এবং হেড অব সিআরএম সালমা আক্তার, এভিপি ও সিআরএম সদস্য এমারত হোসেন ফকির, সাবেক প্রিন্সিপাল অফিসার তৌহিদুল ইসলাম, এসভিপি ও সিআরএমের সদস্য শামীম এ মোরশেদ, ভিপি ও সিআরএমের সদস্য খন্দকার রাশেদ আনোয়ার, এভিপি ও সিআরএমের সদস্য সিরাজুল ইসলাম, সাবেক ভিপি ও ক্রেডিট কমিটির সদস্য মাহফুজ-উল ইসলামকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে একে অন্যের সহায়তায় জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে জাল কার্যাদেশ প্রস্তুত করে ৬টি জাল কার্যাদেশের বিপরীতে ১৬৬ কোটি ১৮ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
এ ছাড়া মামলায় উল্লিখিত এবি ব্যাংক কাকরাইল শাখার কর্মকর্তারা প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়া সাতটি অবৈধ ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আরও ১০ কোটি টাকা ঋণ প্রদান করে, তা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেন। সব মিলিয়ে আত্মসাৎ করা টাকার পরিমাণ ১৭৬ কোটি ১৮ লাখ টাকা।
আসামিদের মধ্যে এবি ব্যাংকের এভিপি ও রিলেশনশিপ ম্যানেজার আবদুর রহিম ও ভিপি শহিদুল ইসলাম গত গত ২১ সেপ্টেম্বর উচ্চ আদালতে জামিন আবেদন করেন।
আদালত তাদের জামিন না দিয়ে দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট নি¤œ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
নির্দেশ মত গত ৩ অক্টোবর তারা ঢাকার জ্যেষ্ঠ মহানগর বিশেষ আদালতে আত্মসমর্পন করে জামিন চান। কিন্তু বিচারক কে এম ইমরুল কায়েশ তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এ আদেশের বিরুদ্ধে আপিল করে হাই কোর্টে জামিন চান আবদুর রহিম ও শহিদুল ইসলাম।
সে আবেদনটি মঙ্গলবার শুনানির জন্য উঠলে হাইকোর্ট বাকি ১৫ আসামির বিষয়ে জানতে চায়। তখন দুদকের আইনজীবী খুরশীদ অলম খান বলেন, তারা পলাতক।
এরপর আদালত ১৫ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে গ্রেপ্তারের নির্দেশ দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640