আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে মিরপুর উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ আব্দুল হালিম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, মিরপুর থানার পুলিশ পরিদর্শক শুভ্র প্রকাশ দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, উপজেলা কৃষি কর্মকতা রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোহাগ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামশেদ আলী, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী এনামুল হক, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শাহিন উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার শেফানুর আরেফিন, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক রবি, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাস, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুস সালাম, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মামুন, মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজওয়ান আহমেদ, মিরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা সবুজ হোসেন, প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রেজাউল করীম প্রমুখ।
Leave a Reply