ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এক্সট্রা কোচিং ফি ও ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এলএফডিআরআরএ’র আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করেন এইড ফাউন্ডেশন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, এইড’র পরিচালক ওহিদুজ্জামান, সহকারী পরিচালক বাহাদুজ্জামান, সুরাইয়া পারভীন মলি, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পের সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কোচিং ফি ও ঔষধ বিতরণ করা হয়। সেসময় ৪০ জন শিক্ষার্থীর হাতে এক্সট্রা কোচিং ফি বাবদ ৯’শ টাকা ও ১৩ জন শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়।
Leave a Reply