আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধিনে জনশক্তি কর্মস্থান ব্যুরো (বিএমটিটি) বাস্তবায়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। এতে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এর গবেষক শোয়েব আহমেদ, কর্মকর্তা সোহরাব হোসেন বাঁধন, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল করীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামশেদ আলী, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান, মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply