কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় তিন বছরের শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়িয়া শিমুলতলা এলাকায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে তোয়া (১১) নামের এক স্কুল ছাত্রী ট্রাকের নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তালবাড়িয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই শ্যমা প্রসাদ রায় জানান, সকালে মোটর সাইকেল যোগে পাবনা জেলার দৌগাছি ইউপির কুন্ডুনিয়া গ্রামের মোকাররম মুন্সি তার স্ত্রী ও মেয়ে তোয়াকে নিয়ে কুষ্টিয়ায় তার নিকট আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে আসলে রাস্তা ভাঙ্গার কারণে মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তার উপরে পড়ে যায় তিন জন। এ সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাকের নিচে পড়ে তোয়া ঘটনাস্থলেই মারা যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। .এদিকে শুক্রবার বিকেলে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী এলাকার ঈদগাহপাড়া এলাকায় মায়ের সাথে বাড়ি ফেরার সময় স্যালো ইঞ্জিন চালিত আলমসাধু (স্থানীয় যান) এর নিচে চাপা পড়ে মাহিম নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আমলা পুলিশ ফাড়ির এএসআই কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে মায়ের সাথে রাস্তা পার হচ্ছিলো কাতলামারি এলাকার মহিদুল ইসলামের তিন বছরের শিশু মাহিম। এসময় কাতলামারি থেকে দৌলতপুর গামী স্যালো ইঞ্জিন চালিত একটি আলমসাধু শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা। এ ঘটনায় ঘাতক আলম সাধুটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply