কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও প্রাগপুর ইউনিয়নে আগামী ২৮নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পৃথক পৃথক ভাবে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। প্রাগপুর নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। প্রধান বক্তা ছিলেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন। অপর দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া-১ আসনের সাবেক সাংসদ রেজাউল হক চৌধুরী। এদিকে রামকৃষ্ণপুর নির্বাচনী সভায় প্রধান বক্তা ছিলেন, আতাউর রহমান আতা, বিশেষ বক্তা ছিলেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন। দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসানুল আসকর হাসু সহ দলীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক। বক্তারা বলেন, আগামী ২৮নভেম্বর নৌকাকে বিজয়ী করতে হবে। নৌকার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। রামকৃষ্ণপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সিরাজ মন্ডল নৌকা প্রতীকে নির্বাচন করছেন। পুনরায় জনগণের ভোটে বিজয়ী হবেন তিনি। এদিকে প্রাগপুর ইউনিয়নে নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার পুনরায় নির্বাচন করছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, এলাকার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে নৌকা মার্কায় ভোট চেয়েছেন সকলের কাছে। এ সময় আতাউর রহমান আতার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ আহমেদ, শহর ছাত্রলীগ নেতা হাসিব কোরাইশী, সর্দ্দার পাভেল প্রমুখ।
Leave a Reply