ঝিনাইদহ প্রতিনিধি ॥ ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে নারী-শিশু ধর্ষণসহ সকল প্রকার সহিংসতা বন্ধের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জেলা প্রশাসন, মহিলা অধিদপ্তরসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তা, মানবাধিকার কর্মী, উন্নয়ন কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সেসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, শিক্ষাবিদ এন এম শাহজালাল, উই এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প’র সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে সরকারসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
Leave a Reply