ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলান জুনিয়াদহ ইউনিয়নের পশ্চিমা গ্রাম নিবাসী মরহুম ময়েন উদ্দিন বিশ্বাসের সহধর্মিনী, ভেড়ামারা প্রেসক্লাবের সদস্য ও বিটিভির সাংবাদিক তরিকুল ইসলামের দাদী আমেনা বেগম গতকাল মঙ্গলবার ভোরবেলায় নিজ বাসভবনে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ্য ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০০ বছর। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তবে তাঁর বড় ছেলে আলতাফ হোসেন বিশ্বাস গত ৫ বছর আগে মৃত্যু বরন করেন। তিনি পরিবারের বটবৃক্ষ হিসেবে একমাত্র ছিলেন। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিপটনসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দরা। সাংবাদিক তরিকুল ইসলামের দাদী আমেনা বেগমের মৃত্ব্যতে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নুর আলম দুলাল ও সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত এক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply