ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় জ্যোতিষ্টি হালদার (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার উপজেলার কালীগঞ্জ-গান্না সড়কের আলাইপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে আরও একজন। কালীগঞ্জ থানার ওসি মোহা: মাহফুজুর রহমান জানান, সন্ধ্যায় সদর উপজেলা গান্না বাজার থেকে মোটর সাইকেল যোগে কালীগঞ্জে ফিরছিল উপজেলার বাদুরগারা গ্রামের জ্যোতিষ্টি হালদার। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিকে থেকে আসা একটি কাঁচামাল বোঝাই একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই জ্যোতিষ্টি হালদারের মৃত্যু হয়। আহত হয় অপরজন। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে একজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply