দৌলতপুর প্রতিনিধি ॥ দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চলছে তিন দিনের যাত্রা পালার নামে অশ্লীল নৃত্য ও জুয়া খেলা। বিশ্বস্ত সূত্রে জানা যায়, জামালপুরের প্রভাবশালী রনি নামের এক যুবক স্থানীয় পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে চালাচ্ছে এই অশ্লীল কর্মকা-। স্কুলের পার্শ্ববর্তী বাঁশঝাড়ের ভিতরে অবাধে চলছে তাসের জুয়া খেলা। প্রতিদিন লাখ লাখ টাকা হারিয়ে নিঃস্ব হয়ে ঘরে ফিরে যাচ্ছে এলাকার বিভিন্ন বয়সী লোকজন। রনির বিশ্বস্ত সহযোগী আয়নাল, নজির, জামশের, খবির ও লতিফকে নিয়ে এই জুয়া খেলা ও অশ্লীল নৃত্য প্রদর্শনী চালিয়ে যাচ্ছে রনি। ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের কর্মকা- যেকোন সময় এলাকায় বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে পারে বলে এলাকাবাসীরা ধারণা করছেন। ঘটনার মূল হোতা রনির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি আরো বলেন, গ্রামের ছেলেপেলেরা “ঝুমুর যাত্রাপালা” নামের একটি যাত্রাদল এনে এলাকায় যাত্রা উৎসব পালন করছে। তাছাড়া এখানে জুয়া খেলার মতো কোনো ঘটনা ঘটেনি। এদিকে যাত্রা পালার নামে অশ্লীল নৃত্য প্রদর্শনী ও জুয়া খেলার বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যে ভিডিওগুলোতে দেখা যাচ্ছে উঠতি বয়সী নারীরা শরীরের বিভিন্ন গোপন অংশ খুলে নৃত্য প্রদর্শন করে যাচ্ছেন। সেই সাথে এলাকার মধ্যবয়সী নি¤œ আয়ের মানুষেরা তাস নিয়ে জুয়া খেলায় মগ্ন রয়েছে। বিষয়টি নিয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, প্রথম দিন বিষয়টি জানার পরেই এই অশ্লীল কর্মকা- বন্ধ করে দেয়া হয়েছে। পুনরায় এই অশ্লীল কর্মকা- শুরু হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply