1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 5:18 am
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

দৌলতপুরে অস্বস্তিতে আওয়ামী লীগ সুযোগ নিতে পারে বিএনপি

  • প্রকাশিত সময় Tuesday, November 16, 2021
  • 142 বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিবেদক ॥ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণার পর ইউনিয়নে ইউনিয়নে অসন্তুষ্টরা জোট বেঁধেছে নৌকা ছাড়াই নির্বাচনে বিজয়ী হওয়ার চেষ্টায়। সাংগঠনিক ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেয়া বিএনপি’র নেতারাও পিছিয়ে নেই, স্বতন্ত্র প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন তারা। ভোটের মাঠে স্বরব আছে জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল। যে যার মতো মাঠে আছেন জিতে ফেরার প্রচেষ্টায়। ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষে সব ছেটেছুটে ১৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আছেন ৮৯ জন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আসছে ২৮ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনের ভোট অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যেই এলাকায় সাজসাজ রূপে ভোটের আমেজ সৃষ্টি হয়েছে । বোয়ালিয়ার বৃদ্ধ ভোটার আজগর আলী বলেন, প্রতীক না, আমরা ব্যাক্তিকে ভোট দিবো। অতিতের সব হিসাব করে যোগ্য ব্যাক্তিকে ভোট দিবো। একই মতামত দৌলতপুরের হাফিজুর মালিথার। বিভিন্ন ইউনিয়ন ঘিরে সাধারণ ভোটারদের এমন মতামতের পাল্লাই ভারি পাওয়া গেছে। অনেকেই আবার অপেক্ষায় আছেন পছন্দের দলীয় প্রতীকে ভোটাধিকার প্রয়োগের জন্য। ১৪টি ইউনিয়নে নৌকা প্রতীকে মাঠে আছেন ১৪ জন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিদ্রোহী প্রার্থী মোট ২৪ জন। কোথাও কোথাও আওয়ামী লীগের বিদ্রোহীদের গোপন সমর্থন দিচ্ছে অন্যান্য রাজনৈতিক দলও, অধিকাংশ ইউনিয়নে বিদ্রাহীদের সাথে আছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে না পাওয়া অন্যান্যরা। কোথাও আবার নৌকার নিকটতম আওয়াজ এখনও তোলেনি কোন প্রতীকই। এমন পরিস্থিতিতে ভোটের হাওয়ায় খুব একটা সুবিধা করতে পারছেন না আওয়ামী লীগের মনোনীত বা বিদ্রোহীদের  কেউই। এই অঞ্চলের রাজনীতিতে নিজেদের হারানো জৌলুস ফেরাতে ভোটের আনুষ্ঠানিকতায় স্বরব জাসদ-জাতীয় পার্টি, ১৪টির মধ্যে দু’একটি ইউনিয়নে বিজয়ের সমূহ সম্ভাবনাও দেখছেন জাসদের নেতারা। যদিও সবগুলো ইউনিয়নে প্রার্থী দেয়নি মহাজোটের এই দু’দল জাসদ-জাতীয় পার্টি। মশাল প্রতীক নিয়ে জাসদের প্রার্থী আছে ৭ ইউনিয়নে, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী আছে ৫ ইউনিয়নে। নির্বাচনে না আসার দলীয় সিদ্ধান্ত বহাল থাকলেও স্বতন্ত্র প্রতীকে  ১৪ ইউনিয়নের ১৩টিতেই প্রার্থী আছে বিএনপি’র। দলমত নির্বিশেষে তারা ভোট চাইছেন নিজেদের স্বতন্ত্র প্রতীকে। দৌলতপুর উপজেলা বিএনপি নেতা, দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী বলেন, স্বতন্ত্র প্রতীকে ভোট করতে আমাদের সাংগঠনিক কোন নিষেধাজ্ঞা নাই। জনগণের স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে আমরা ভোটে অংশ নিচ্ছি।

খলিশাকুন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীকের পুন: নির্বাচনের প্রার্থী সিরাজুল বিশ^াস মন্তব্য করেন, আওয়ামী লীগের বিভক্তির সুযোগ কাজে লাগাতে পারে বিএনপি। ভোটের রাজনীতিতে একসময়ের ভোটার সমৃদ্ধ বিএনপি কোথাও নিজেদের প্রার্থী বিজয়ী করতে আর কোথাও শুধুমাত্র নৌকা হারাতে মরিয়া হয়ে কাজ করছে বলে মন্তব্য করেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক আরেক আওয়ামী লীগ নেতা। এদিকে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমনের ব্যাক্তিগত ফেসবুক ওয়ালে পোস্ট করে জানানো হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহীদের বহিষ্কারের কথা। একই পোস্টে জানানো হয় সহযোগী সংগঠন থেকে বিদ্রোহীদের বহিষ্কারে উর্ধতনদের নিকট সুপারিশের কথা। গেলবারের স্থানীয় সরকার নির্বাচনে ১৪টি ইউনিয়নেই নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়, যাদের অনেকেই নানা দুর্নীতি অনিয়মের অভিযোগে সমালোচিত ভোটারদের কাছে, বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে বেশ কয়েকজন চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির ফিরিস্তি। পুনরায় ওই ১৪ জনের হুবহু মনোনয়নের পর সেইসব সমালোচনা-অভিযোগের সাথে যোগ হয় নিজ দলের শক্ত বিদ্রোহ।

তবে, ইউনিয়ন গুলোতে ভোটারদের কাছাকাছি সবচে’ বেশি থাকছেন উপজেলার মোট ৭শ’৯৮ মেম্বর পদপ্রার্থী, এর মধ্যে সংরক্ষিত নারী আসনে ১শ’৭৮ জন প্রার্থী আছেন। দলমত নির্বিশেষে ওয়ার্ডপ্রতি তীব্র প্রতিদ্বন্দীতায় আছেন অন্তত ৩ জন ম্বেম্বর প্রার্থী। পরিচয় প্রকাশে অনিচ্ছুক নৌকা প্রতীকের একাধিক প্রার্থীর বক্তব্যে পাওয়া গেছে, ভোটের মাঠে নিজ দলের বিরোধীতায় বিপাকে রয়েছেন তারা। শঙ্কা করছেন কোন কোন ইউনিয়নে বিএনপি সুযোগ নিতে পারে আওয়ামী লীগের এমন বিভক্তির। তারা বলছেন- স্বস্তিতে নেই আওয়ামী লীগ মনোনীত অধিকাংশ প্রার্থী। প্রতীক বরাদ্দের পরপরই প্রতিদ্বন্দিদের পারস্পারিক বিরোধীতা চরমে পৌঁছেছে। ইতোমধ্যেই বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচনী সহিংসতা ও প্রতিপক্ষের প্রচারকাজে বিরোধীতার খবর পাওয়া গেছে। যদিও পুলিশের খাতায় অভিযোগের সংখ্যা মাত্র একটি। পরিচয় প্রকাশে দ্বিধা থাকলেও নির্বাচন ঘিরে সহিংসতা বা অন্যান্য অপ্রীতিকর ঘটনার শঙ্কা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থীদের অনেকে। অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) ইয়াছির আরাফাত জানান, সবকিছু বিবেচনায় অধিক গুরুত্বপূর্ণ কোন কেন্দ্র থাকলে বিশেষ ধরণের ব্যবস্থা নেয়া হবে। দু’একটি ছোটখাটো অপ্রীতিকর ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিবেশ সুন্দর রয়েছে।

দৌলতপুর থানার তথ্যে জানা যায়, ইউপি নির্বাচনের মোট ১শ’৫১টি কেন্দ্রের মধ্যে এখনও পর্যন্ত অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কোন কেন্দ্র পাওয়া যায়নি। নিজেদের প্রার্থীদের বিজয়ী করতে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে লাগাতার কাজ করছে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ। এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সরওয়ার জাহান বাদশাহ এমপি এবং সাধারন সম্পাদক শরীফ উদ্দিন রিমনের উপস্থিতিতে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মী সবাইকেই আহ্বান জানানো হয়েছে দ্বিধা-দন্দ ভুলে নৌকাকে বিজয়ী করতে কাজ করার জন্য।  দৌলতপুরে উপজেলা জাসদকে সাথে নিয়ে একই ভ’মিকায় জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক শরীফুল কবির স্বপন। তিনি কাজ করছেন মশাল প্রতীকের প্রার্থীদের  জন্য। লাঙ্গলের প্রার্থীদের ভোটের মাঠ দেখভাল করছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল। ধানের শীষ প্রতীক ভোটের মাঠে না থাকলেও নেতাকর্মীদের নিয়ে সংগঠিত কাজ করছেন সাবেক এমপি দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। ভোটের হাওয়ায় যে যার মতো পাল উড়িয়ে জনমত বৃদ্ধির চেষ্টা চালাচ্ছেন নিজেদের পক্ষে। প্রার্থীদের ইতিবাচক দিকগুলো তুলে ধরছেন কর্মী-সমর্থকেরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640