ইথিওপিয়ার প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সামরিক বাহিনী ও ইরিত্রিয়াভিত্তিক ব্যক্তি ও কয়েকটি সংস্থাকে কালো তালিকাভুক্ত করে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার এসব পদক্ষেপ নেওয়ার পর ওয়াশিংটন সতর্ক করে বলেছে, ইথিওপিয়ার লড়াই বন্ধের চেষ্টায় চাপ বাড়ানোর অংশ হিসেবে ওই সংঘাতের সঙ্গে জড়িত অন্যান্য পক্ষগুলোর বিরুদ্ধেও পদক্ষেপ নিতে প্রস্তুত তারা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরিত্রিয়ার সামরিক বাহিনী, দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পিপলস ফ্রন্ট ফর ডেমোক্র্যাসি এন্ড জাস্টিস (পিএফডিজে), দলটির অর্থনৈতিক উপদেষ্টা এবং ইরিত্রিয়ার জাতীয় নিরাপত্তা দপ্তরকে কালো তালিকাভুক্ত করে প্রতিবেশী ইথিওপিয়ার সংঘাতে ভূমিকা রাখার জন্য অভিযুক্ত করেছে।
২০২০ সালের নভেম্বরে ইথিওপিয়ার ফেডারেল বাহিনী ও তিগ্রাই রাজ্যের ক্ষমতাসীন দল তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) অনুগত বাহিনীগুলোর মধ্যে লড়াই শুরু হয়। তারপর থেকে ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দুটি অঞ্চলে লড়াই ছড়িয়ে পড়েছে, নিহত হয়েছে কয়েক হাজার মানুষ।
যুক্তরাষ্ট্রের মন্ত্রণালয়টির ফরেন অ্যাসেট গ্রুপ দপ্তরের পরিচালক অ্যান্ড্রিয়া গাকি এক বিবৃতিতে বলেন, “আমরা ইথিওপিয়ার উত্তরাঞ্চলের সহিংসতায় অবদান রাখা ইরিত্রিয়ান অংশগ্রহণকারীদের ধারাবাহিক ভূমিকার নিন্দা জানাই, এতে রাষ্ট্রটির (ইথিওপিয়ার) স্থিতিশীলতা ও অখ-তা ক্ষুণœ হচ্ছে আর এর ফলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।”
যুক্তরাষ্ট্রের এ বিবৃতির বিষয়ে মন্তব্যের অনুরোধে ইরিত্রিয়ার তথ্যমন্ত্রী ইয়েমানে গেবরেমেসকেল, ইথিওপিয়া সরকারের মুখপাত্র লেগেসে টুলু এবং প্রধানমন্ত্রী আবি আহমেদের মুখপাত্র বিলেনে সেইয়উম তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে রয়টার্স জানিয়েছে।
ইথিওপিয়ার সরকার বা টিপিএলএফের ওপর এই মুহূর্তে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না বলে এক বিবৃতিতে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। কিন্তু বলেছেন, “ইথিওপিয়া সরকার ও টিপিএলএফসহ পক্ষগুলো যদি অর্থপূর্ণ অগ্রগতি অর্জনে ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্র অতিরিক্ত নিষেধাজ্ঞা অবলম্বনে দেরি করবে না।”
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কয়েক মাস নয়, কয়েক দিন বা সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত।
যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন অস্ত্রবিরতির আহ্বান জানালেও ইথিওপিয়ার যুদ্ধরত পক্ষগুলো এ পর্যন্ত তা প্রত্যাখ্যান করে এসেছে। দেশটির সরকার ও তিগ্রাই পক্ষ, উভয়েই অস্ত্রবিরতির জন্য বিভিন্ন শর্তারোপ করেছে যা অপর পক্ষ প্রত্যাখ্যান করেছে।
আফ্রিকার ‘শিং’ নামে পরিচিত অঞ্চলের জন্য নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জেফরি ফেল্টম্যান চলতি সপ্তাহে অস্ত্রবিরতির জন্য চাপ দিতে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গিয়েছিলেন। ব্লিনকেনের সঙ্গে পরামর্শের জন্য বৃহস্পতিবার তিনি ওয়াশিংটন ফিরেছেন বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
শনিবার ইরিত্রিয়া তাদের সামরিক বাহিনী এবং অন্যান্য ব্যক্তি ও সংস্থার ওপর আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিযেছে।
Leave a Reply