করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়া বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র।
বিবিসি জানিয়েছে, কোভিড-১৯ মহামারীর কারণে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমলে আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা ২০ মাস পর সোমবার তুলে নেওয়া হচ্ছে।
যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ ৩০টিরও বেশি দেশের নাগরিকরা এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছিলেন, এতে যুক্তরাষ্ট্রের পর্যটন শিল্প স্থবির হয়ে পড়েছিল ও বহু পরিবার বিচ্ছিন্ন হয়ে ছিল।
পুরোপুরি টিকা নেওয়া বিদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ভ্রমণকারীদের স্রোত শুরু হবে বলে আশা করছে এয়ারলাইন্সগুলো।
বার্তা সংস্থা রয়টার্সকে প্যারিসভিত্তিক ট্রাভেল এজেন্সি জেটসেট ভয়েজেসের প্রধান জেহোমা থুম্মান বলেন, “ভালো লাগছে খুব ভালো লাগছে!”
তিনি জানান, তারা বুকিংয়ে ‘অবিশ্বাস্য সাড়া’ পাচ্ছেন।
২০২০ এর প্রথমদিকে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রাথমিকভাবে চীনা ভ্রমণকারীদের জন্য সীমান্ত বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র। পরে অন্যান্য দেশকেও এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।
এতে ইউরোপের দেশগুলোসহ চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান ও ব্রাজিলে থাকা মার্কিন নাগরিক নন এমন অধিকাংশ লোকের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপিত হয়।
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর নতুন নিয়ম অনুযায়ী বিদেশি ভ্রমণকারীদের ভ্রমণের আগেই টিকা নেওয়ার সনদ, ভ্রমণ শুরুর তিন দিন আগে কোভিড-১৯ পরীক্ষার ফল দেখাতে হবে ও তাদের যোগাযোগের তথ্য হস্তান্তর করতে হবে। তবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে না।
৬৩ বছর বয়সী ব্রিটিশ মা আলিসন হেনরি বলেন, “খুব কঠিন ছিল, আমি শুধু আমার ছেলেকে দেখতে চাই।”
২০ মাস পরে ছেলেকে দেখতে সোমবারই নিউ ইয়র্কের পথে রওনা হচ্ছেন তিনি।
এ দিন থেকে কানাডা ও মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্থল সীমান্তও পুরোপুরি টিকা নেওয়া লোকদের জন্য খুলে দেওয়া হচ্ছে।
Leave a Reply