খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার উসমানপুর ইউনিয়নের রমনাথপুর গ্রামের মৃত ইমান আলী শেখের বৃদ্ধা স্ত্রী সোনাই নেছা (৭৫) বলেন স্বামীর ভিটামাটি টুকু ফিরে পাবার আকুতিতে ২০ বছরেও মামলার নিষ্পত্তি হয়নি, মরার আগ মুহূর্তে পর্যন্ত ন্যায় বিচার দেখে যেতে পারবো কিনা জানিনা। ন্যায় বিচারের দাবীতে দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন সোনাইনেছা। বৃদ্ধা সোনাইনেছা চোখের জল মুছতে মুছতে বলেন গত দশ বছর আগে স্বামী মারা গেছে, ৬ মেয়ে এক সন্তান কে নিয়ে বহুৎ দুঃখে কষ্টে জীবন পার করছি। গত ৬ বছর আগে অবুঝ দুটি শিশু সন্তান রেখে আমার একমাত্র ছেলেটি দুনিয়া ছেড়ে চলে গেছে, এখন একমাত্র নাতিছেলে রিপন রাস্তার পাশে একটি কুঁড়েঘরে চা বিক্রি করে চালাচ্ছে আমার ও তার সংসার। বৃদ্ধার নাতি মোঃ রিপন বলেন, নানার রেকর্ডীয় সম্পত্তি বিশ বছর পরেও ফিরে পাইনি একমাত্র উত্তরাধিকারীরা। জানা গেছে যে, গত প্রায় দুই যুগ ধরে রিপন নানার রেকর্ডীয় সম্পত্তির ওয়ারিশ হয়েও পাচ্ছে না বেদখলীয় জমি। জমির কাগজ পত্র দেখে জানা যায় মৃত ইমান আলীর সি এস খতিয়ানে জমি রয়েছে, এস এ তে জমি রয়েছে ৩৯ শতক। এ বিষয়ে নাতি মোঃ রিপন বলেন আমরা কোর্ট থেকে দুইটা রায় পেয়েছি। কিন্তু আর এস’র কাগজ পত্র কোন পক্ষেরই নাই। কারন পাশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গা থাকায় জমির কিছু অংশ পানি উন্নয়ন বোর্ডে রয়ে গেছে। যা পরবর্তীতে মূল জমির অংশ কমে যাচ্ছে। আর কমে যাওয়ার কারনে তিন পক্ষ জমি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছে। এতে তিন পক্ষের মধ্যে হলেন, মৃত ইমান আলী শেখের পক্ষে নাতি ছেলে মোঃ রিপন আলী, মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুল রাজ্জাক শেখ, রমানাথপুর স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। এই বিরোধের জের শেষ পর্যন্ত কুষ্টিয়া কোর্টে মামলা গড়িয়ে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য আতর আলী বলেন, ৫০ বছর আগে থেকে শুনে এসেছি ইমান আলী শেখের দখলে জমি ছিলো। বিশ বছর আগে একটি মামলা হয়, জমিতে বেদখলে চলে যায় কোন পক্ষই ভোগ দখল নিতে পারিনি। কিন্তু গত পাঁচ-ছয় বছর আগে রমানাথপুর স্কুল এন্ড কলেজ জমির দাবি জানাচ্ছে তবে আমি যতটুকু জানি তারা পেশিশক্তি খাটিয়ে অসহায় ব্যক্তিদের জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে রমানাথপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল এর সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা হলে তিনি বলেন অশোক প্রভাসের কাছ থেকে জমি টি ক্রয় করা হয়েছিল বলে প্রতিষ্ঠানটির দাবি। তিনি বলেন আমরা মিউট্রিশন ও খাজনা পরিশোধ করেছি। এখন জমির ক্রয় মূল্য বৃদ্ধি হওয়ার কারণে বিভিন্ন পক্ষ পক্ষির সৃষ্টি হচ্ছে বলে তার ধারণা। এ সকল বিষয়ে কুষ্টিয়া কোর্ট কর্তৃপক্ষের নির্দেশনায় গতকাল ৬ অক্টোবর শনিবার সকালের দিকে ভূমি কমিশনার সরোজমিনে এসে সমস্ত বিষয়ে তদন্ত করে যান। তবে এ বিষয়ে দুই বিবাদীর দাবি কোর্ট থেকে কোন নোটিশ ছাড়াই তারা এক পক্ষের পর্যবেক্ষণে এসেছে আমরা এর কিছুই জানিনা।
Leave a Reply