আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. তাছের আলী মন্ডলের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের বেশিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। প্রধান অতিথির বক্তব্যে কামারুল আরেফিন বলেন, “বর্তমান সরকারের সময়ে প্রত্যেকটি এলাকায় সব ক্ষেত্রেই ব্যপক উন্নয়ন হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজ দুর হয়েছে। এলাকার মানুষ শান্তিতে বসবাস করছে। এছাড়া শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত উন্নয়ন অব্যহত রয়েছে। উন্নয়নের এ ধারাকে অব্যহত রাখতে নৌকা প্রতিকের কোন বিকল্প নেই। তাই স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা নৌকায় ভোট দিয়ে এলাকার উন্নয়নে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করুণ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিএম জুবায়ের রিগ্যান, দপ্তর সম্পাদক রাশেদুজ্জামান ছন্দ, উপজেলা আওয়ামীলীগের সদস্য আরিফুজ্জামান, উপজেলা তাঁতী লীগের সভাপতি আমিরুল ইসলাম হাসেমসহ দলীয় নেতাকর্মীরা। নির্বাচনী এ পথসভায় স্বাগত বক্তব্য রাখেন ছাতিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ছাতিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাছের আলী মন্ডল। পরে ছাতিয়ান ইউনিয়নের আজুতলা বাজারসহ বিভিন্ন এলাকায় নৌকা প্রতিকের পক্ষে এবং আমলা ইউনিয়নের নিমতলা বাজারে নৌকার কান্ডারী একলিমুর রেজা সাবান জোয়ার্দ্দারের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
Leave a Reply