আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আলোর পথে প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউডেশন এবং জাতীয় সমাজ কল্যাণ পরিষদের যৌথ সহযোগিতায় গোবিন্দগুলিয়াস্থ সংস্থার কার্যালয়ে প্রতিবন্ধী ও ভূমিহীনদের মাঝে সেলাই মেশিন, ছাগল ও চিকিৎসা সহায়ক উপকরণ বিতরণ করা হয়। আলোর পথে প্রতিবন্ধী সংস্থার সভাপতি পলাশ আহাম্মেদ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী। এতে বিশেষ অতিথি ছিলেন সূর্য্যসেনা প্রতিবন্ধী সংস্থার সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সামিউল হক, আলোর পথে প্রতিবন্ধী সংস্থার সহ-সভাপতি জসিম মন্ডল, সাধারণ সম্পাদক ইমরুল হক আদিল, অর্থ-সম্পাদক মুনসুর আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার প্রোগ্রাম সমন্বয়কারী আশরাফুল ইসলাম। এ সময়ে অতিথিবৃন্দ ৭টি সেলাই মেশিন, ৫টি ছাগল, ২ জনকে ক্রাচ ও ১০ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করেন।
Leave a Reply