কাগজ প্রতিবেদক ॥ উত্তরের জনপদ কুষ্টিয়ায় বেড়েছে শীতের তীব্রতা। চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। রাত ১০ টার পর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেই হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে বিভিন্ন যানবাহনকে। নষ্ট হচ্ছে বিভিন্ন ক্ষেতের ফসল। অসহনীয় শীতের কারণে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। বেলা বাড়ার সাথে সাথে সূর্ষের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাসের কারনে কমছে না শীতের তীব্রতা। কুষ্টিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন উর রহমান জানান, রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সাথে চলছে শৈত্য প্রবাহ। এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে বলে তিনি জানান।
Leave a Reply