দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর-মিরপুর উপজেলা সীমানার খলিশাকুন্ডী ইউনিয়ন দৌলতপুর উপজেলার অন্তর্ভূক্ত। এখানে পরিচয়পত্রধারী নাগরিকের সংখ্যা ২৫ হাজারের মতো। চলতি মাসেই খলিশাকুন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সদস্য আর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হবে এখানে। আওয়ামী লীগের রাজনীতিতে পদধারী নেতাদের অন্তত ৪জন এখানে ভোট চাওয়ার সম্ভাবনা দাড়িয়েছে চেয়ারম্যান পদে। বিএনপি,জাসদসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের পদধারী এবং স্বতন্ত্ররা চেয়ারম্যান পদে প্রার্থীতা আবেদন জমা করেছেন নির্বাচন কমিশনে। সম্প্রতি দলীয় মনোনয়ন নিশ্চিত হলে নৌকা প্রতীকে নির্বাচনের মাঠে আছেন আগের নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী সিরাজুল বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতিত্ব করছেন এই বয়জ্যেষ্ঠ নেতা। আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পরপরই বেগতিক অবস্থায় পড়েছেন সিরাজুল বিশ্বাস। তার মনোনয়ন নিশ্চিত হলে এই সিদ্ধান্তের বিপক্ষে দাড়িয়েছেন ওই ইউনিয়নে আওয়ামী লীগের রাজনীতি সংশ্লিষ্ট নেতাদের অনেকেই। এমন ঘটনা সম্পর্কে সিরাজুল বিশ্বাস বলেন, সবাই জোট বেঁধে লেগেছে আমার পরাজয়ের জন্য। বিএনপি আমাদের আওয়ামী লীগের এই দুর্বলতার সুযোগ নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। মনোনয়ন না পেলেও ভোটের মাঠে চেয়ারম্যান পদে প্রার্থী আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, এর আগে নির্বাচনে অংশও নিয়েছেন তিনি। চেয়ারম্যান পদে ভোট করতে যাবতীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করেছেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জুলমত হোসেন । ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এনামুল হকও চেয়ারম্যান পদপ্রার্থী আছেন। ঘটনা বেগতিক দাঁড়িয়েছে তখনই, যখন রুহুল আমিন,জুলমত হোসেন আর এনামুল হক দাড়িয়েছেন এক কাতারে। সম্মিলিত শক্তিতে তাদের মধ্যে শেষ পর্যন্ত ভোট যুদ্ধে লড়তে চান যে কোন একজন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান সিরাজুল বিশ্বাসের সাথে প্রতিদ্বন্দীতার ভোটে প্রতিপক্ষে আছেন এছাড়াও আরও ৫ এর বেশি নেতা। উপজেলা যুবলীগের এক সময়ের সভাপতি মোদাচ্ছির হোসেন বলেন, আমাদের শীর্ষ নেতাদের কাছে মাঠের সঠিক তথ্য পৌঁছায়নি, কেউ না কেউ তাদের বিভ্রান্ত করেছে, একারনে আমাদের খলিশাকুন্ডী ইউনিয়নে নৌকার মনোনয়ন ভুল ব্যক্তিকে দেয়া হয়েছে। আমরা নৌকা বা আওয়ামী লীগের প্রতিপক্ষ নোই। আমরা সংখ্যাগোরিষ্ঠ আওয়ামী লীগের সাথে আছি। ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীরাও আমাদের সাথে আছেন। সিরাজুল বিশ্বাসের বাইরে আমরা শক্ত ভাবে নির্বাচনে অংশ নিবো। আমাদের মনের কাছে খারাপ লাগবে নৌকা ছাড়া নিরপেক্ষ প্রতীকে ভোট দিতে ,সংগঠনের কাছে আমাদের আবেদন– এখানে দলীয় প্রতীক ছাড়াই ভোট হোক। থানা মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর আহমেদ বলেন, এই নৌকা প্রার্থীর (সিরাজুল বিশ্বাসের) বিরুদ্ধে ওয়ার্কার্স পার্টির সংশ্লিষ্টতা এবং আওয়ামী লীগ বিরোধী আলোচনার অভিযোগ আছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা আমরা ঐক্যবদ্ধ ভাবে যে কোন একজন কে সামনে রেখে ভোটে অংশ নিবো, এবং বিজয়ী হতে কাজ করবো। যুবলীগ নেতা জুলমত হোসেন বলেন, ২০০৩ সালে গঠন হওয়া সভাপতি-সাধারণ সম্পাদক দিয়েই চলছে খলিশাকুন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ। ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি একেবারেই নিষ্ক্রিয়। আমরা এই ৫-৬ জন মানুষ ব্যাক্তিগত নেতৃত্বে যা যতটুকু করি সে পর্যন্তই। কমিটির এই নিষ্ক্রিয়তার কারনেই উপজেলা-জেলা পর্যায় হয়ে শীর্ষ নেতাদের কাছে ইউনিয়নের সঠিক তথ্য পৌছায়নি। আমাদের ইউনিয়নে সিরাজুল বিশ্বাসের (নৌকার মনোনিত প্রার্থী) চেয়ারম্যান পদে থাকা বিগত সময়ে যা উন্নয়ন হয়েছে সবই সরকারের ধারাবাহিক উন্নয়ন এবং সরওয়ার জাহান বাদশাহ্ এমপির উন্নয়ন , সিরাজুল চেয়ারম্যান মূলত কিছুই করেননি। না করেছেন সংগঠন, না করেছেন উন্নয়ন। ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাপ্পারাজ হোসেন ইয়ারুল বলেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিরাজুল বিশ্বাসের কারনেই ইউনিয়নে সংগঠনের দুরাবস্থা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ইউনিয়নে নিজ দলের মধ্যেকার ক্ষুব্ধ ও প্রতিপক্ষ হয়ে দাড়ানো ব্যাক্তিদের সাথে আলোচনার পথ খুঁজছেন আওয়ামী লীগ মনোনীত সিরাজুল বিশ্বাস। সহযোগিতা চান সংগঠনের। স্বাধীনতা পরবর্তী সময়ে ওয়ার্কার্স পার্টির হয়ে কাজ করার কথাও জানান তিনি।
Leave a Reply