কাগজ প্রতিবেদক ॥ ৫২ মাসের বিদ্যুৎ বিল বকেয়ার কারণে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কথা স্বীকার করে জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল হান্নান বলেন, এর আগে পরিষদের বকেয়া বিল ছিল, সেগুলো পরিশোধ করা হয়েছিল। এরপর আর বিল পরিশোধ করা হয়নি। ভেড়ামারা পল্লী বিদ্যুৎ জোনের ডিজিএম দেবাশীষ ভট্টাচার্য বলেন, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ২০১৭ সালের জুলাই থেকে চলতি অক্টোবর মাস পর্যন্ত মোট ৫২ মাসের ৩ লাখ ৯৫ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। বকেয়া পরিশোধের জন্য একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও বিল পরিশোধ না করায় বৃহস্পতিবার বিকেলে ইউপি কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে সংযোগ বিচ্ছিন্নের পর ওই ইউনিয়নের চেয়ারম্যান যোগাযোগ করেছেন। জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী বলেন, আমি চেয়ারম্যান হওয়ার আগে থেকেই জুনিয়াদহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দীর্ঘদিন পুলিশের ক্যাম্প ছিল। তাঁরা বসত বাড়ির মত বিদ্যুৎ ব্যবহার করত। ফলে বিল অত্যধিক বেড়ে যায়। করোনার কারণে কর আদায় করা যায়নি। সে কারণে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব হয়নি। এখন আবেদন করে কিছু টাকা জমা দিয়ে পুনরায় সংযোগের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply