পাবনা প্রতিনিধি ॥ পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর রেলক্রসিং এ বিকল হয়ে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢালারচরগামী আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পরে। এতে কয়েক ঘন্টা পাবনা-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ‘ঢালারচর এক্সপ্রেস’ নামের ট্রেনটি পাবনার বেড়া উপজেলার ঢালারচর যাচ্ছিল। ভোর ৫ টার দিকে ট্রেনটি পাবনা স্টেশন পার হয়ে মহেন্দ্রপুর রেলক্রসিং এ পৌঁছালে সেখানে বিকল হয়ে পড়ে থাকা রোড বোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি সেখানে দাড়িয়ে পরে। এতে তিন ঘন্টা পাবনা-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সকাল ৮ টার দিকে ঈশ্বরদী থেকে অপর একটি ইঞ্জিন গিয়ে ঢালারচর এক্সপ্রেস ট্রেনটিকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে পাবনা স্টেশনে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply