কাগজ প্রতিবেদক ॥ দেলোয়ার হোসেনের পদবী পোস্টম্যান কিন্তু দায়িত্ব পালন করেন পোস্ট মাস্টারের। গুরুত্বপূর্ণ পদে এমন অনভিজ্ঞ ব্যক্তির অলিখিত পদায়নে ব্যাহত হচ্ছে কুমারখালী উপজেলার মত গুরুত্বপূর্ণ উপজেলার পোস্ট অফিসের কার্যক্রম। শুধু তাই নয়, কারনে অকারনে বছরের বড় একটি সময় কাটান অফিসের বাইরে। বিনা ছুটিতে ইচ্ছেমত ছুটিও কাটান তিনি। ২৫ অক্টোবরের কথাই ধরা যাক। ওইদিন সকাল ১১টার দিকে তাকে পাওয়া যায়নি তার কর্মস্থলে। সেদিন ভুক্তভোগীদেরও বেশ চাপ। তিনি কোথায় গেছেন জানতে চান ভুক্তভোগীদের অনেকেই । অফিসের অন্যান্য কর্মচারীদের কাছ থেকে জানা যায় তিনি ইউনিয়নের কাজে ভেড়ামারা অঞ্চলের বিভিন্ন অফিসে সফর করছেন। চাকুরী বিধিতে রয়েছে কেউ ছুটিতে গেলে তার অনুপস্থিতিতে অন্য কেউ দায়িত্বভার নেন। অথচ তিনি ছুটিতে আছেন বলা হলেও এমনটি করা হয়নি। আবার ওই অফিসের ডিপিএমজিও ছুটিতে রয়েছেন। সরকারী কাজে বাইরে রয়েছেন তিনি। এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্টাফ জানান দেলোয়ার হোসেনের ছুটির প্রয়োজন হয়না। তিনি ইচ্ছে হলেই অফিসের বাইরে চলে যেতে পারেন। তাকে কখনো জবাবদিহি করতে হয়না। ঘুষেও তার জুড়ি মেলা ভার। গ্রাহকদের টাকা উত্তোলনের সময়ও তাকে ঘুষ দিতে হয়। খোঁজ নিয়ে জানা যায় দেলোয়ার হোসেনের সাথে ডিপিএমজির দপ্তরে কর্মরত এমন কোন প্রভাবশালী ব্যক্তির সাথে তার গভীর সখ্যতা রয়েছে। আর একারনেই দোলোয়ার হোসেন পোস্টম্যান হওয়া সত্বেও কুমারখালীর মত একটি গুরুত্বপূর্ণ উপজেলায় পোস্ট মাস্টার পদে চাকুরীরত আছেন। অথচ পিএমজি দপ্তর থেকে পাস করা এমন অনেক অভিজ্ঞ অপারেটর থাকতে প্রভাবশালীদের ম্যানেজ করেই বহাল তবিয়্যতে ইচ্ছেমত কুমারখালীর মত গুরুতপূর্ণ উপজেলায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ গুরুত্বপূর্ণ উপজেলায় এমন অনভিজ্ঞ, স্বেচ্ছাচার, দুর্নীতিপরায়ন ব্যক্তি যদি এমন আচরণ করতে থাকেন তাহলে ঐতিহ্যবাহী পোস্ট অফিসের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হবে। বিষয়টি তদন্তপূর্বক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিৎ বলে মনে করেন তারা। এ ব্যাপারে দেলোয়ার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
Leave a Reply