কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন আহমেদ জিন্নাহর নামাজে জানাযা অনুষ্টিত হয়েছে।
গতকাল বাদ যোহর কুষ্টিয়া আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত মরহুমের নামাজে জানাযা পুর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, জিন্নাহ ভাই আজ নেই। আজ তার কফিন সামনে নিয়ে আমাদেরকে বলতে হচ্ছে, তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তারা না হলে হয়তো আজ আমরা এতদুর এগিয়ে যেতে পারতাম না। তিনি বলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মি হিসেবে জিন্নাহ ভাই ছিলেন সবার কাছে প্রিয় মানুষ। তাঁর মৃত্ব্যতে আমরা একজন যোগ্য কর্মিকে হারালাম। তার স্থান পুরন হবার নয়। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে উপস্থিত সকলের কাছে জিন্নাহ ভাই’র জন্য দোয়া কামনা করেন। এবং তাঁর জীবদ্দর্শায় কোন ভুলত্রুটি থাকলে তার জন্য মাফ চান। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী। এর পর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মরহুমের কফিণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ ছাড়াও কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, মুক্তিযোদ্ধা কমান্ড’র পক্ষ থেকে পৃথক ভাবে মরহুমের কফিনে গভীর শ্রদ্ধা রেখে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর পর মরহুমের নাাজে জানাযা অনুষ্টিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, ডাঃ আমিনুল হক রতন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, সভাপতি তাইজাল আলী খান, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী রফিকুল আলম টুকু, জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। এর পর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে পুলিশের একটি চৌকস দলের সমন্বয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। এর পর পৌর গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
Leave a Reply