কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুমারখালী পৌর বাজারের মুদি দোকান, তহবাজার, মাছ-মাংসের বাজার, হোটেল- রেস্তরা ও অবৈধ আইসক্রিম কারখানায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল ও সহকারি কমিশনার (ভুমি) তামান্না তাসনিম। এ সময় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় ও অবৈধপন্থায় আইসক্রিম কারখানা পরিচালনা করায় ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমুল্য বৃদ্ধি ও আদায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রয় করা থেকে বিরত থাকতে সর্বস্তরের ব্যবসায়ীদের সতর্ক এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীন অভিযোগ দায়ের এবং অপরাধ ও দ-ের বিধান সম্বলিত প্রচারপত্র বিতরণ করা হয়। এ ছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিতান কুমার মন্ডল। এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইনসাফ হোসেন ও কুমারখালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্ট ও দায়িত্বপ্রাপ্ত নিরপদ খাদ্য পরিদর্শক মো. আরাফাত আলী সহ বাজার মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply