কাগজ প্রতিবেদক ॥ করোনা মহামারিতে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানে অপুরণীয় ক্ষতি পুষিয়ে নিতে সরকার সারাদেশে বিশ^বিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষার ব্যবস্থা করেছেন। এ আলোকে কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ে বিভিন্ন ইউনিটের পাশাপাশি বিভিন্ন বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার পরীক্ষার্থী, অভিভাবক এখানে অবস্থান করছেন। এক সাথে এত মানুষের সমাগমে সেখানে পানীয়, স্যানিটাইজার, খাদ্য, মাক্সসহ নানা সমস্যায় পড়ছেন। এ কথা মাথায় রেখে ইসলামী বিশ^বিদ্যালয় ছাত্রলীগ শাখার সাবেক নেতৃবৃন্দ বিশ^বিদ্যালয়ের প্রধান ফাটকসহ বেশ কয়েকটি স্পটে অভিভাবক কর্ণার স্থাপন করেছে। এখানে অভিভাবক, অভিভাবিকা, সাধারণ ছাত্র-ছাত্রীদের নানা ভাবে সহায়তা করে চলেছে। ইবি ছাত্রলীগের সাবেক নেতা মাসুদ, মিজানুর রহমান লালন ও আরাফাতের নেতৃত্বে ছাত্রলীগের কয়েক শত নেতা কর্মিরা ভাগ হয়ে অভিভাকদের জন্য বোতলজাত পানি, স্যানিটাইজার, মাক্স বিতরণ অব্যাহত রয়েছে। এ ছাড়াও নতুন আগন্তক ছাত্র-ছাত্রীদের নির্ধারিত হলে পৌছাতে নানা ভাবে সহায়তা করেছে। ছাত্রলীগের এমন মহতী উদ্যোগের কথা জেনে বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর শেখ আব্দুল ছালাম, প্রোভিসি প্রফেসর মাহবুবুর রহমান, ট্রেজারার আলমগীর হোসেন ভঁইয়া, রেজিষ্টার মু, আতাউর রহমানসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তাগণ ছাত্রলীগের অভিভাবক কর্ণার পরিদর্শন করেন। তাদের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। এ সময় ভিসি প্রফেসর শেখ আব্দুস ছালাম বলেন, ছাত্রলীগের প্রকৃত কাজই হচ্ছে সাধারণ ছাত্র-ছাত্রীদের নানা ভাবে সহায়তা করা। পুরোনো ছাত্র-ছাত্রীদের যেমন নতুনদের বরণ করে নেয়ার পাশাপাশি তাদের বিভিন্ন ভাবে সহযোগীতা করা। তিনি ইবি ক্যাম্পাসে ছাত্রলীগের এসব কর্মসুচী অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply