আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা ২০ সর্য্যা বিশিষ্ট হাসপাতালের জন্য জায়গা নির্ধারিত হয়েছে।অবশেষে আলমডাঙ্গা বাসির দীর্ঘদিনের স্বপ্ন পুরন হতে চলেছে।গতকাল দুপুরের দিকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হকের উপস্থিতিতে জমির মুল্য ও স্থান নির্ধরন সম্পন্ন হয়।এ সময় এমপি ছেলুন বলেন আলমডাঙ্গা বাসির দীর্ঘদিনের স্বপ্ন শহর সংলগ্ন একটি ২০ বেডের হাসপাতাল নির্মান।আমি এমপি নির্বাচিত হওয়ার পর থেকে এই হাসপাতাল নির্মানের চেষ্টা করে যাচ্ছি।গত টার্মে এমপি হয়ে স্বাস্থ মন্ত্রনালয়ে বহুবার ঘোরাঘুরি করেছি।আপনাদের সেই স্বপ আজ বাস্তবায়ন হতে চলেছে।আজ আমি খুব খুসি।কারন আমি আলমডাঙ্গা বাসির কাছে ওয়াদা বদ্ধ ছিলাম।সেই ওয়দা পুরন করতে পেরেছি,তবে আপনাদের সহায়তা না হলে হয়ত এটা সম্ভব হত না,তাই আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ। এ সময় উপস্থিত ছিলেন,হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহবায়ক আরেফিন মিয়া মিলন,যুগ্ম আহবায়ক কামাল হোসেন,যুগ্ম আহবায়ক আলাউদ্দিন,আলহাজ্ব ঠান্ডু রহমান,জেলা আওয়ামীলীগের সদস্য সিরাজুল ইসলাম,ইটালী প্রবাসি আব্দুল কুদ্দুস,পৌর আওয়ামীলীগের সম্পাদক মতিয়ার রহমান ফারুক,আওয়ামীলীগ নেতা আসমান আলী,জমির মালিক সহ অজনেকেই।আগামী ১ মাসের মধ্যে জমি রেষ্ট্রি হবে বলে জানান কমিটির আহবায়ক আরেফিন মিয়া মিলন ও যুগ্ম আহবায়ক কামাল হোসেন।
Leave a Reply