কাগজ প্রতিবেদক ॥ আগামী ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২১ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন উপলক্ষে কুষ্টিয়ায় জেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতীবার সকাল ১০টায় কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রমুখ। সার্বিক সহযোগীতায় ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন অফিসের স্বাস্থ শিক্ষা কর্মকর্তা শামছুল আলম। সভায় প্রধান অতিথি বলেন, কৃমিনাশক ট্যাবলেট নিরাপদ ও শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে। সকলের জন্য সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। প্রতিটি স্কুলের শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো বিষয়ে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের তিনি আহবান জানান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ কৃমি মুক্ত হবে। ডিসি এবং সিভিল সার্জন উপস্থিত সকলকে কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম সফল ভাবে বাস্তবায়ন করার জন্য আহবান জানান। অনুষ্ঠানে কুষ্টিয়ার স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা, উপজেলা গুলোর স্বাস্থ্য ও প.প. কর্মকর্তাসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
Leave a Reply