এনএনবি : ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামবাসী, মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। নাবলুসের দক্ষিণে ফিলিস্তিনি বেইতা গ্রামের কাছাকাছি এলাকায় বসতিস্থাপনকারীদের একটি চৌকির কাছে শনিবার এই হামলার ঘটনা ঘটে, ফিলিস্তিনিরা সেখানে জলপাই সংগ্রহ করতে জড়ো হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে। হামলাকারীরা লাঠিসোঁটা, ক্লাব ও বড় পাথর নিয়ে হামলে পড়ে। আহতদের মধ্যে আছেন রয়টার্সের এক সাংবাদিক এবং এক নিরাপত্তা উপদেষ্টা। পশ্চিম তীরের এই এলাকায় আগেও ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা হয়েছে।
২০২৩ সালে গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরুর পর থেকে বিশেষ করে, এ বছরের জলপাই মৌসুমে এমন হামলার ঘটনা আরও বেড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার প্রায় ৩০ জন গ্রামবাসী ও মানবাধিকারকর্মীসহ ১০ জন সাংবাদিক জলপাই সংগ্রহ করতে গিয়েছিলেন। সে সময় পাহারের ওপরের একটি চৌকি থেকে কয়েক ডজন মানুষ নেমে এসে তাদের ওপর চড়াও হয়। তারা বার্তা সংস্থা রয়টার্সের আলোকচিত্রী রানিন সাওয়াফতাকে মারধর করে এবং তার ক্যামেরা ভেঙে দেয়। ঘটনাস্থলে উপস্থিত ইসরায়েলি মানবাধিকারকর্মী জোনাথন পোলাক বলেন, প্রায় ৫০ জন মুখোশধারী বসতিস্থাপনকারী হামলা চালায়। তারা সাওয়াফতাকে নির্মমভাবে পেটায়, সে মাটিতে পড়ে গেলে পাথর মারে এবং যারা তাকে সাহায্য করতে এসেছিল তাদেরও আক্রমণ করে। এই হামলাকারীরা হিব্রু ভাষায় চিৎকার করছিল এবং লোকজনকে সেখান থেকে চলে যেতে বলছিল। বার্তা সংস্থা রয়টার্স এর সাংবাদিক সাওয়াফতার সঙ্গে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা গ্র্যান্ট বাউডেন। দুজনই হেলমেট ও “প্রেস” লেখা জ্যাকেট পরা ছিলেন।
হামলার শিকার হওয়ার পর তাদেরকে নাবলুসের হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এই হামলার ঘটনায় আরও কয়েকজন মানুষ আহত হয়েছেন। গত শুক্রবার প্রকাশিত জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছে, কেবল অক্টোবর মাসেই পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতিস্থাপনকারীরা অন্তত ২৬৪টি হামলা চালিয়েছে।
জাতিসংঘ কর্মকর্তারা ২০০৬ সাল থেকে এমন হামলার ঘটনার রেকর্ড রাখা শুরু করার পর থেকে পশ্চীম তীরে এটিই একমাসে সবচেয়ে বেশি সংখ্যক হামলার ঘটনা। বলা হয়েছে প্রতিবেদনে। ইসরায়েলি মানবাধিকার সংগঠনগুলো বলছে, এমন ঘটনার তদন্ত প্রায়সময়ই করে না ইসরায়েল কর্তপক্ষ এবং হামলাকারীরা খুব কম ক্ষেত্রেই শাস্তি পায়।
Leave a Reply