মাঠে খেলাধুলায় ব্যস্ত শিশু শিক্ষার্থীরা
দৌলতপুর প্রতিনিধি ॥ দশম গ্রেডে বেতন বৃদ্ধি ও পদোন্নতির দাবিতে সারা দেশের মতো কুষ্টিয়ার দৌলতপুরেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। পূর্বঘোষণা অনুযায়ী গতকাল সোমবার (১০ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলমান রয়েছে। এর আগে রোববার তারা প্রথম দিনের কর্মবিরতি পালন করেন। এদিকে কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বিক্ষোভে বক্তারা বলেন, “ঢাকায় চলমান আন্দোলনে পুলিশের হামলায় আমাদের অনেক শিক্ষক আহত হয়েছেন। আমরা এসব হামলার তীব্র নিন্দা জানাই এবং আমাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলায় ২১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রায় ১ হাজার ৩৮৩ জন শিক্ষক কর্মরত আছেন, যার মধ্যে ২১৭ জন প্রধান শিক্ষক। এসব প্রতিষ্ঠানে ২১ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে।
সোমবার সকালে উপজেলার হোসেনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহ আজীজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষকরা অফিসকক্ষে বসে কর্মবিরতি পালন করছেন, ফলে ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। অন্যদিকে বাহেরমাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কুল মাঠে খেলাধুলা ও ক্লাসরুমে হৈচৈ করতে দেখা গেছে। শাহ আজীজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আক্তার জানায়, “স্কুলে ক্লাস হচ্ছে না, স্যাররা বলেছেন তারা আন্দোলন করছেন, তাই ক্লাস নেবেন না। আমরা তাই মাঠে খেলাধুলা করছি। যদি ছুটি দেন, তাহলে বাড়ি চলে যাব।” আন্দোলনের নেতৃত্বদানকারী দৌলতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহরিয়ার হোসেন বলেন, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু করব না। আমাদের যৌক্তিক তিন দফা দাবি সরকারকে মেনে নিতেই হবে। গতকাল থেকে আমরা বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ রেখেছি। শিক্ষার্থীরা আসে, খেলাধুলা করে, তারপর ছুটি হলে বাড়ি ফিরে যায়। আজ আমরা বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করেছি। ” এদিকে শিক্ষকদের দাবির সঙ্গে একমত পোষণ করে অভিভাবকেরা বলেন, “শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিয়ে শ্রেণি কার্যক্রম শুরু করার আহ্বান জানাচ্ছি। সামনে বাচ্চাদের ফাইনাল পরীক্ষা, এতে তারা পিছিয়ে পড়বে।” চলমান আন্দোলনের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, “সহকারী শিক্ষকদের আন্দোলনের কারণে সব বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত হচ্ছেন, তবে পাঠদান চলছে না। আশা করছি দ্রুত সমাধান হবে এবং শ্রেণি কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।” উপজেলা পরিষদের ভেতরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিক্ষোভ ও মানববন্ধনের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, “সারা দেশেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মসূচি পালন করছেন। এটি একটি জাতীয় বিষয়, এর সমাধানও জাতীয়ভাবেই হবে।”
Leave a Reply