মীর ফাহিম ফয়সাল,আলডাঙ্গা থেকে ॥ ১০ নভেম্বর দৈনিক কুষ্টিয়ার কাগজ’র আলমডাঙ্গা ব্যুরো প্রধানের একমাত্র পুত্র সায়মুন আরাফাত স্বপ্নিল-এর শুভ জন্মদিন পালন করা হচ্ছে এক আনন্দঘন পরিবেশে। এই দিনে তাঁর আগমনে পরিবারে যে আলো ও আনন্দ নেমে এসেছিল, তা আজও হৃদয়ে সতেজ হয়ে আছে এমনই অনুভূতি প্রকাশ করেছেন বাবা-মা। তাঁরা বলেন, “স্বপ্নিল শুধু আমাদের ছেলে নয়, সে আমাদের গর্ব, আমাদের স্বপ্ন এবং জীবনের প্রেরণা। ওর নিষ্পাপ হাসি, মিষ্টি ব্যবহার আর অধ্যবসায়ী মনোভাব আমাদের প্রতিদিন নতুন করে অনুপ্রাণিত করে।” সায়মুন আরাফাত স্বপ্নিলের প্রতি পরিবারের গভীর ভালোবাসা ও ভবিষ্যৎ প্রত্যাশা প্রকাশ করতে গিয়ে তাঁরা আরও বলেন, “ওর চোখে আমরা দেখি আগামীর সম্ভাবনা, একটি সুন্দর ভবিষ্যতের প্রতিচ্ছবি। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি— যেন ও সুস্থ থাকে, নৈতিকতায়, শিক্ষায় ও মানবিকতায় বড় হয়ে ওঠে। মানুষের মতো মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে—এই আমাদের একান্ত কামনা।” জন্মদিন উপলক্ষে পরিবার ও শুভানুধ্যায়ীরা স্বপ্নিলের প্রতি জানাচ্ছেন অসীম ভালোবাসা ও শুভকামনা। সবাই প্রার্থনা করছেন— “তুমি বেঁচে থেকো হাজার বছর, বছরগুলো হোক তোমার সুখের সমাহার।”
Leave a Reply