আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলাধীন বাঁকা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিরল ও সংরক্ষিত প্রাণী মেছো বিড়াল রক্ষায় জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ। গতকাল দুপুর ১২টার দিকে তেতুলিয়া গ্রাম, পদ্মবিলা ও বাঁকা বাজার এলাকায় এ প্রচারণা অনুষ্ঠিত হয়। মাইকিং, লিফলেট বিতরণ এবং সরাসরি জনসচেতনতা কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি মেছো বিড়াল সংরক্ষণে স্থানীয়দের ভূমিকা সম্পর্কে আলোচনা করে। প্রচারণায় জানানো হয়— মেছো বিড়াল (ঋরংযরহম ঈধঃ) হলো আইইউসিএন কর্তৃক ঘোষিত লাল তালিকাভুক্ত (জবফ খরংঃবফ) একটি বিপন্ন প্রজাতি, যা বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী সংরক্ষিত প্রাণী হিসেবে ঘোষিত। প্রচারণা চলাকালে বক্তারা বলেন, জলাভূমি ও ধানক্ষেত এই প্রাণীর প্রধান আবাসস্থল। পরিবেশের ভারসাম্য রক্ষায় মেছো বিড়ালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ অজ্ঞতার কারণে অনেকে একে বাঘ ভেবে হত্যা করে, যা প্রকৃতির জন্য বড? ক্ষতি। বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা সভাপতি ও বড? সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বন বিভাগের সহযোগী হিসেবে মেছো বিড়াল সংরক্ষণে কাজ করছি। গবেষণায় দেখা গেছে— একটি মেছো বিড়াল তার ১০ বছরের জীবদ্দশায় প্রায় ৫০ লক্ষ টাকার ফসল ক্ষতির হাত থেকে কৃষককে রক্ষা করে। এটি জলাশয়ের পরিবেশ পরিশুদ্ধ রাখে ও মাছের উৎপাদ বাড়ায়। কিন্তু দুঃখজনকভাবে, অজ্ঞতার কারণে মানুষ একে বাঘ ভেবে হত্যা করছে, যা অত্যন্ত বেদনাদায়ক।” তিনি আরও বলেন, “মেছো বিড়াল প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই প্রাণী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে— বিশেষ করে স্থানীয় জনগণ, কৃষক ও তরুণ সমাজকে।” প্রচারণা কর্মসূচিতে সংগঠনের সদস্য বায়জিদ, ইয়াসিন, বিএডিসির কর্মচারী শাওন, সেন্টু শেখসহ বাঁকা বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা কর্তৃক প্রস্তুত তথ্যসম্বলিত লিফলেট স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, মানুষের সঙ্গে সহাবস্থানের মাধ্যমে এই প্রজাতি রক্ষা করা সম্ভব। প্রকৃতিকে ভালোবাসাই হতে পারে মেছো বিড়ালের টিকে থাকার একমাত্র আশ্রয়।
Leave a Reply