1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 9:56 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান

  • প্রকাশিত সময় Sunday, November 9, 2025
  • 46 বার পড়া হয়েছে

কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান
১০টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র, ৫টি মটরসাইকেল. ১টি স্পিড বোট উদ্ধার, গ্রেফতার ৫৮
ধরাছোঁয়ার বাইরেই থেকে গেল বাহিনী প্রধান কাঁকন
কাগজ প্রতিবেদক ॥ দুর্গম পদ্মায় বেপরোয়া গুলিবর্ষণ, চলন্ত নৌকা থেকে চাঁদাবাজী, কাশবন দখল, বালিমহাল লুট, নদী পাড়ের নিরিহ গ্রামবাসীর উপর জুলুম নির্যাতন, হত্যা, খুন, অপহরণসহ শত অপরাধের অভয়্যরন্য কুষ্টিয়াসহ তিন জেলার জলপথ পদ্মা নদীর হার্ডিঞ্জব্রীজ থেকে গোয়ালন্দঘাট পর্যন্ত রুটটি রয়েছে বাঘা বাঘা অপরাধীদের নিরব পদচারণা। সাম্প্রতিক সময়ে এ রুটে চিহ্নিত অপরাধীদের গড ফাদার খ্যাত প্রকৌশলী কাঁকন ও মোন্তাজ মন্ডল বাহিনীর দফায় দফায় দখল আর চাঁদাবাজী ও বেপরোয়া গুলিবর্ষণ হামলার ঘটনায় নতুন করে আতংকিত হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। অপরাধ, প্রাণহানির ঘটনায় আইনশৃংলাবাহিনীকে রীতিমত ভাবিয়ে তুলেছে। এ অবস্থায় শনিবার দিবাগত রাত থেকে গতকাল রোববার বিকেলে পর্যন্ত কুষ্টিয়া-পাবনা, রাজশাহী জেলার ৩শ ১০ জন আইনশৃংলাবাহিনীর সদস্যের অংশগ্রহনে দুই বাহিনীর ৫৮ জন সদস্যকে গ্রেফতার ও উদ্ধার করা হয়েছে ১০টি আগ্নেয়াস্ত্র, ৪টি গুলি, ২৪টি হাসুয়া, ৬টি ড্রেসার, ২টি ছোরা, চাকু ৪টি, রামদা ৩টি, চাইনিজ কুড়াল ২টা, ২০ বতোল ফেন্সিডিল, ইয়াবা ৫০ পিচ, ৮শ গ্রাম গাঁজা, মোটরসাইকেল ৫টি,১টি স্পিড বোর্ড, লোহার পাইপ ১টা ও একটি টিউবওয়েল। তবে এবারও ধরাছোঁয়ার বাইরে থেকৈ গেলো পদ্মার চরের মুর্তিমান আতংক কাঁকন বাহিনীর প্রধান কাঁকন। পুুলিশের এক প্রেসব্রিফিং জানা যায়, রাজশাহী রেঞ্জের অধীন রাজশাহী, পাবনা ও নাটোরে পরিচালিত অভিযানের নাম পুলিশ দিয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’। নাটোরের লালপুরে পদ্মার চরেছবি: পুলিশের সৌজন্যে চার জেলা রাজশাহীর বাঘা, পাবনার বেড়া ও ঈশ্বরদী, নাটোরের লালপুর ও কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে রোববার সকাল থেকে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানে পুলিশের রাজশাহী ও খুলনা রেঞ্জের দেড় হাজার সদস্য অংশ নিয়েছেন। পুলিশ রাজশাহী রেঞ্জের অধীন রাজশাহী, পাবনা ও নাটোরে পরিচালিত অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’। অভিযানে তাদের ১ হাজার ২০০ পুলিশ সদস্য ছিলেন। তবে খুলনা রেঞ্জের অধীন কুষ্টিয়ায় যে অভিযান চলছে, এর কোনো নাম দেওয়া হয়নি। এখানে অভিযানে আছেন ৩০০ পুলিশ সদস্য। সম্প্রতি পদ্মার চরকেন্দ্রিক অপরাধ বেড়ে যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব ঘটনার সঙ্গে জড়িত হিসেবে ‘কাকন বাহিনী’র নাম আসে। এই বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, তারা কথায় কথায় গুলি করে, মানুষ হত্যা করে, চরের বালু ও ফসল লুট করে, অপহরণ ও চাঁদাবাজি করে। সর্বশেষ গত ২৭ অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে ‘কাকন বাহিনী’র গুলিতে তিন কৃষক নিহত হন। এ ঘটনায় বাহিনীর প্রধান হাসিনুজ্জামান কাকনসহ কয়েকজনের নামে কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি মামলা হয়। রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ায় মোট ছয়টি মামলা হয়েছে এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান জানান, রোববার ভোরে এ অভিযান শুরু হয়। পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত এই বিশেষ অভিযানে আছেন ১ হাজার ২০০ সদস্য। অভিযানে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ‘কাকন বাহিনী’র ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পদ্মার চরাঞ্চলের সন্ত্রাস নির্মূলে নদীতে ও স্থলভাগে বড় ধরনের অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান পরিচালনা করা হয় লালপুরের সীমান্তবর্তী চার দিয়াড় বাহাদুরপুর, চর জাজিরা ও চর লালপুর এলাকায়। ১৪টি নৌকায় ১০টি দলে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়ে পুলিশ সুপার বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের আদালতে হাজির করা হবে। জব্দ করা মালামালের তালিকা তৈরি করা হয়েছে। চর দিয়াড় বাহাদুরপুরের মৎস্যজীবী আনোয়ার হোসেন বলেন, এলাকা থেকে পুলিশ যাঁদের ধরে নিয়ে গেছে, তাঁরা প্রায় সবাই ‘কাকন বাহিনী’র সদস্য। জেলার পদ্মা নদীর চরগুলোয় বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। ভোর ৫টা থেকে জেলার আওতাধীন পদ্মা নদী ও এর চরগুলোয় এই অভিযান চালাচ্ছে পুলিশ। খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অবস্) শেখ জয়নুদ্দীনের নেতৃত্বে জেলার তিন শতাধিক পুলিশ সদস্য অভিযানে অংশ নিয়েছেন। অভিযানে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমানও আছেন।
রোবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযানস্থল থেকে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) ফয়সাল মাহমুদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চর এলাকায় ‘কাকন বাহিনী’সহ যেসব সন্ত্রাসী বাহিনী আছে বলে তথ্য পাওয়া গেছে, তাদের ধরতে এই অভিযান চলছে। ড্রোন দিয়ে বিভিন্ন চরের কাশবন, কলাবাগানসহ জঙ্গলের ভেতর দেখা হচ্ছে। একাধিক ড্র্রোন ওড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640