কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নতুন ঝাউদিয়া থেকে পারশিতলাই অভিমুখী ফাঁকা রাস্তায় অস্ত্রের মুখে জিম্মি করে সৌরভ ইসলাম নামে এক কিশোরের মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামীলীগের কর্মী শরিফ ওরফে শফিসহ তার সহযোগী একদল সন্ত্রাসী বাহিনী এই ঘটনার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য মেলেছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার নতুন ঝাউদিয়া থেকে পারশিতলাই অভিমুখী ফাঁকা রাস্তায় এই ঘটনা ঘটে। এসময় সশস্ত্র সন্ত্রসীরা কিশোর সৌরভ ইসলামকে বেধড়ক মারপিট করে তার কাছে থাকা একটি সুজুকি জিক্সার-১৫০ সিসি মোটরসাইকেল (যার ইঞ্জিন নং- ইএঅ১-৯২১১০৮, চেচিজ নং- জগএখ-ঘএ৪ইড১৮৫৪৪৮, মূল্য ২ লক্ষ ৬ হাজার টাকা) ছিনিয়ে নেয়। কিশোর সৌরভ ইসলাম দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের রাশিদুল ইসলামের ছেলে। ঘটনার সাথে জড়িত আওয়ামীলীগের কর্মী শরিফ ওরফে শফি দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের মোঃ সফির ছেলে। আওয়ামীলীগের রাজনীতির সাথে শরিফ ওরফে শফি দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মাদক ব্যবসা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত ছিলো। আওয়ামীলীগের পতনের পর তাকে আশ্রয় দেওয়া ব্যক্তিরা গা ঢাকা দিলে স্থানীয় প্রভাবশালী মহলের ইন্দোনে সন্ত্রাসী কর্মকান্ড, মাদক ব্যবসাসহ পূর্বের কর্মকান্ড বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী সৌরভ ইসলাম জানিয়েছে, গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আমার বাবার ব্যবহৃত সুজুকি জিক্সার মডেলের গাড়ি নিয়ে পারিবারিক কাজে পার্শ^বর্তী বড়গাংদিয়া বাজার থেকে ফেরার পথে পারশিতলাই ও দিঘলকান্দি গ্রামের মাঝামাঝি মাঠের মধ্যে পৌঁছালে আমার মোটরসাইকেলের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে। তাদের প্রত্যেকের হাতেই দেশীয় অস্ত্র ছিলো। তারা আমার গাড়ির চাবি জোরপূর্বক নেওয়ার চেষ্টা করলে আমি বাঁধা দেই। এসময় শরিফ ওরফে শফিস নামের ব্যক্তি আমাকে বেধড়ক মারপিট করে জোরপূর্বক আমার মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়। তাদের সাথে থাকা অপর এক ব্যক্তি আমাকে চড় মেরে দ্রুত ওই জায়গা থেকে চলে যেতে বলে। আমি মোটরসাইকেল ফেরত দেওয়ার অনুরোধ করলে অপর এক ব্যক্তি আমাকে উদ্দেশ্য করে বলে, “তুই দ্রুত একিন থিকি যা, তা না হলে গুলি করবেনি”। এসময় আমি ঘটনাস্থল থেকে সামান্য দূরে সরে আসি। এসময় আমার কাছে থাকা মোটরসাইকেলটি স্টার্ট করে পারশিতলাই গ্রামের দিকে চলে যায়। সৌরভ ইসলামের দাবি, পূরো ঘটনাটি ২ থেকে ৩ মিনিটের মধ্যে ঘটে যায়। ঘটনাস্থল থেকে সামান্য দূরুত্বে দাঁড়িয়ে থাকা লায়লা খাতুন নামে এক মহিলা পূরো ঘটনার প্রত্যক্ষ্যদর্শী। নতুন ঝাউদিয়া গ্রামের বাসিন্দা শামীম ইসলামের স্ত্রী ও ঘটনার প্রত্যক্ষ্যদর্শী লায়লা খাতুন জানান, “আমি প্রথমে কিছু বুঝে উঠতে পারিনি। আমি ঘটনাস্থল থেকে আনুমানিক ১৫০ মিটার দূরে রাস্তার উপর দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখি সৌরভ ইসলাম নামের ওই কিশোরকে ৬ থেকে ৭ জন লোক ঘিরে রেখেছে। এসময় একজন ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর লোকগুলো মোটরসাইকেল নিয়ে দ্রুত পারশিতলাই গ্রামের দিকে চলে যায়। ওই লোকগুলো চলে গেলে সৌরভ নামের ওই ছেলেটি চিৎকার দিয়ে জানায় তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এসময় আমিও আশেপাশে থাকা লোকজনকে ডাকার করতে করতেই লোকগুলো দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পূরো ঘটনাটি ২ থেকে ৩ মিনিটের মধ্যে ঘটে যায়”। ভুক্তভোগী কিশোর সৌরভ ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয়দের সহায়তায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করি। ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত শরিফ ওরফে শফির পরিচয় নিশ্চিত হওয়ার পর তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সে ফোন রিসিভ করেনি। স্থানীয় এক বাসিন্দা নাম না প্রকাশের শর্তে জানিয়েছে, অভিযুক্ত প্রধান আসামী শরিফ ওরফে শফি একটি রাজনৈতিক দলের এক নেতার ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এই ধরণের কাজের সাথে জড়িত। ১০ থেকে ১২ জনের এই চক্রটি মাদক ব্যবসা ও সেবন, চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপকর্মের সাথে জড়িত। ঘোড়ামারা বাজারের পাশেই শরিফ ওরফে শফির বাড়ি। এলাকাবাসী তাকে চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবেই চিনে। নিজের বাড়ি থেকেই সে মাদকের ব্যবসা করে। তার বাড়িতে সন্ধান করলে কয়েক ধরণের মাদক পাওয়া যাবে বলেও এই ব্যক্তি নিশ্চিত করেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলাইমান শেখ জানান, এঘটনায় ভুক্তভোগী কিশোর সৌরভ ইসলাম একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রকাশ্য দিবালোকে এই ধরণের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর দাবি এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করা সম্ভব না হলে এমন ঘটনার পূর্নরাবৃত্তি ঘটবে। যত দ্রুত সম্ভব অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
Leave a Reply