1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 1:26 pm

আফগান-পাকিস্তান শান্তি আলোচনা ভেঙে পড়েছে, যুদ্ধবিরতি বহাল আছে : তালেবান

  • প্রকাশিত সময় Sunday, November 9, 2025
  • 1 বার পড়া হয়েছে

এনএনবি : পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে গেলেও দক্ষিণ এশীয় দুই প্রতিবেশীর মাঝে যুদ্ধবিরতি বহাল আছে বলে জানিয়েছেন আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। ইসলামাবাদ চাইছিল কাবুল পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়ভার নিক, যা আফগানিস্তানের ‘সক্ষমতার’ বাইরে; ইসলামাবাদের এই জোরাজুরির কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে, শনিবার মুজাহিদ এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “কিন্তু যে যুদ্ধবিরতি হয়েছে, তা এখন পর্যন্ত আমাদের দিক থেকে লঙ্ঘিত হয়নি, এবং এটা মেনে চলা হবে,” বলেছেন তিনি। এর আগে শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফও বলেছেন, সীমান্তে নতুন করে সংঘাত যেন না হয় তা নিশ্চিতে ইস্তাম্বুলে আফগানিস্তানের সঙ্গে যে শান্তি আলোচনা চলছিল তা ভেঙে পড়েছে। তবে যতক্ষণ আফগানিস্তানের মাটি থেকে কোনো হামলা না হচ্ছে ততক্ষণ যুদ্ধবিরতি বহাল থাকবে। বৃহস্পতিবার ইস্তাম্বুলে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর দিনই আফগান ও পাকিস্তানি সেনাদের মধ্যে সীমান্তে কিছুক্ষণ গুলি বিনিময় হয়েছিল। এশীয় দুই প্রতিবেশীর সামরিক বাহিনীর মধ্যে গত মাসের রক্তক্ষয়ী সংঘর্ষ কয়েক ডজন মানুষের প্রাণ কেড়ে নেয়। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখলের পর দুই দেশের মধ্যে এত মারাত্মক সংঘাত আর দেখা যায়নি। পরে অক্টোবরেই দুই পক্ষ কাতারের দোহায় একটি যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে; কিন্তু আফগানিস্তানের ভেতরে সক্রিয় ও পাকিস্তানের প্রতি বৈরি জঙ্গি সংগঠনগুলোকে নিয়ে মতবিরোধের জেরে গত সপ্তাহে ইস্তাম্বুলে দ্বিতীয় রাউন্ডের আলোচনা কোনো দীর্ঘমেয়াদী চুক্তি ছাড়াই শেষ হয়। দশকের পর দশক পাকিস্তান ও তালেবানের মধ্যে ব্যাপক মাখামাখি থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে দুই পক্ষের সম্পর্কে ক্রমাবনতি দেখা যাচ্ছে। অক্টোবরে ওই সংঘাতের আগে পাকিস্তান কাবুলসহ আফগানিস্তানের বেশ কিছু স্থানে বিমান হামলাও চালিয়েছিল। পাকিস্তানি তালেবানের শীর্ষ নেতাকে হত্যার চেষ্টায় ওই হামলা হয়। এর প্রতিক্রিয়ায় কয়েকদিন পর আফগান তালেবান সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর গুলিবর্ষণ শুরু করলে বেঁধে যায় সংঘর্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640