এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ভেনেজুয়েলায় সামরিক হামলার আগে কংগ্রেসের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা আরোপের একটি প্রস্তাব নাকচ করেছে সেনেট। বৃহস্পতিবার প্রস্তাবটির ওপর অনুষ্ঠিত ভোটে দুই রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে পক্ষে ভোট দিলেও তা পাসের জন্য যথেষ্ট হয়নি। সেনেটে ৫১-৪৯ ভোটে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। ল্যাটিন আমেরিকায় মাদক-পাচারের বিরুদ্ধে বিশেষ করে, ভেনেজুয়েলাকে নিশানা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান জোরদার হওয়ার মধ্যে সেনেটে এই ভোট হল। ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারকারী নৌযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের জেরে ক্রমাগত আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় বেশকিছু মানুষ নিহতের ঘটনাও ঘটেছে। গত মাসের শুরু থেকে মার্কিন বাহিনী বেশ কয়েকটি মাদকবাহী নৌযানে হামলা চালায়, এর বেশিরভাগ হামলাই হয়েছে ক্যারিবীয় সাগরে। সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের এসব হামলায় ৬৫ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এই দীর্ঘ অভিযান ভেনেজুয়েলায় ট্রাম্প প্রশাসনের সরাসরি সামরিক হামলা শুরুর আশঙ্কা বাড়িয়েছে। ট্রাম্প কয়েক সপ্তাহ ধরে ভেনেজুয়েলায় স্থল হামলার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন এবং এক পর্যায়ে গোয়েন্দা সংস্থা সিআইএ-কে দেশটিতে গোপন অভিযান চালানোর অনুমতিও দিয়েছেন। পরে তিনি দাবি করেন, ভেনেজুয়েলায় সামরিক হামলার কোনও পরিকল্পনা তার নেই। তবু ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্র বিমান, যুদ্ধজাহাজ ও হাজার হাজার সেনা মোতায়েন করে যাচ্ছে। বিশ্বের অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে দেশটির বৈধ নেতা বলে স্বীকৃতি দেয়নি। ২০২৪ সালে ভেনেজুয়েলায় অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠু এবং অবাধ নয় বলে ব্যাপকভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের এই অবস্থান। সম্প্রতি ভেনেজুয়েলার কাছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়তে থাকায় দেশটিতে এমন শঙ্কাই জোরাল হচ্ছে যে, এই সামরিক তৎপরতার মধ্য দিয়ে ট্রাম্প তার দীর্ঘদিনের বিরোধী শাসককে (মাদুরো) ক্ষমতা থেকে উৎখাত করতে চাইছেন। তবে ভেনেজুয়েলার কাছে নৌযানে ট্রাম্পের চালানো অভিযানকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ ও ‘বিচারবহির্ভূত হত্যাকা-’ হিসাবে দেখছেন বেশিরভাগ আইন বিশেষজ্ঞ ও ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তারা অবিলম্বে এ ধরনের হামলা বন্ধেরও দাবি জানিয়েছেন। রিপাবকলিকানদেরও কেউ কেউ ট্রাম্পের এই অভিযানের বিপক্ষে। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার কংগ্রেসের সেনেটে ডেমোক্র্যাটিক দলের সিনেটর টিম কেইন ওই প্রস্তাব আনেন, যার আওতায় ভেনেজুয়েলায় হামলা চালাতে গেলে ট্রাম্পের কংগ্রেসের অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়ত। কিন্তু প্রস্তাবটি প্রত্যাখ্যাত হওয়ায় ভেনেজুয়েলায় সামরিক হামলা চালানোর ক্ষেত্রে ট্রাম্পের সামনে আর কোনও বাধা রইল না। তবে সেনেটের এই প্রস্তাবই ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার সর্বশেষ প্রচেষ্টা ছিল না। গত মাসেও অনুরূপ একটি প্রস্তাব সেনেটে বাতিল হয়েছিল। ডেমোক্র্যাটিক দলের সিনেটর টিম কেইন ও অ্যাডাম শিফ জানিয়েছেন, তারা নতুন প্রস্তাব আনার বিকল্প নিয়ে ভাববেন।
Leave a Reply