কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজে (রেজি. নং খুলনা ২০৬৯) এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৮ নভেম্বর) দুপুর ১টায় ইউনিয়নের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপু এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. জিহাদ, কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক এস. এম. মাহফুজ উর রহমান, প্রচার সম্পাদক শাহারিয়া ইমন রুবেল এবং নির্বাহী সদস্য খন্দকার তুহিন আহম্মেদ। সভায় নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান, ইউনিয়নের আসবাবপত্র ক্রয়সহ নানা সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ইউনিয়নের কার্যক্রমকে আরও গতিশীল, বেগবান ও সমৃদ্ধ করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
Leave a Reply