বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের নির্বাচনী প্রচারণা এখন পরিণত হয়েছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক গণজোয়ারে। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে কর্মীদের পাশে থাকা এবং তৃণমূলের মানুষের সঙ্গে গভীর সম্পর্কের কারণেই তাঁর প্রচারণা যেন পেয়েছে এক বিশেষ আবেগ ও বিশ্বাসের মাত্রা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মো. শরীফুজ্জামান শরীফ আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা চালান। এলাকায় তাঁর পারিবারিক ও ব্যক্তিগত পরিচিতির কারণে স্থানীয় বাসিন্দারা তাঁকে স্বজনের মতো উষ্ণ অভ্যর্থনা জানান। প্রিয় নেতাকে সামনে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন; কেউ বুকে জড়িয়ে ধরেন, কেউ আবার হাতে হাত রেখে নিজের জীবনের গল্প শোনান। মানুষের এই ভালোবাসায় আপ্লুত হয়ে মো. শরীফুজ্জামান শরীফ বলেন, “এই ৪নং ওয়ার্ডের মানুষজন আমার আত্মার আত্মীয়। আমি আজ এখানে এসেছি শুধু ভোট চাইতে নয়, আপনাদের জীবনের পরিবর্তন ঘটানোর একটি সহজ পথ দেখাতে। সীমিত আয়ের মানুষ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আপনারা কি শান্তিতে আছেন? আপনাদের কষ্টের কারণ—এই দেড? দশকে জনগণের অধিকার ও অর্থনীতি স্বৈরাচারী গোষ্ঠীর হাতে বন্দি ছিল।” তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান জনগণের মুক্তির জন্য যে ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার রূপরেখা ঘোষণা করেছেন, সেটিই এই দেশের মানুষের সমস্যার বাস্তব সমাধান। কৃষকের ফসলের ন্যায্য দাম, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং বেকার তরুণদের কর্মসংস্থান—এই তিন স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে আমাদের মুক্তির রূপরেখা। ধানের শীষের বিজয় মানেই মানুষের জীবনে মুক্তি, শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে।” তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ বিজয়ী হওয়ার পরও থাকব। ভয় পাবেন না—ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিন। আপনাদের ভালোবাসা কখনো বৃথা যাবে না।” এছাড়া তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান, “ধানের শীষের বাইরে যেন কোনো নেতাকর্মী না থাকে। সবাই মিলে সহানুভূতিশীল, উদার মনোভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য—ধানের শীষের বিজয়, আর সেই বিজয়ই হবে মানুষের মুক্তি।” গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, যুগ্ম সম্পাদক মাহাবুব হক মাস্টার, সাংগঠনিক সম্পাদক খন্দকার কাজী সাচ্চু, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দীন মোল্লা, সদস্য সচিব সাইফুল আলম কনক, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ও পৌর কাউন্সিলর সাইফুল আলম, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিমেল, সদস্য সচিব জাকারিয়া হোসেন শান্ত, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিংকু, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য শাহারুখ আহমেদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী। ৪নং ওয়ার্ডের সরু গলিতে, মাঠে ও মোড়ে মোড়ে মানুষের ভিড় প্রমাণ করে ধানের শীষের পক্ষে আলমডাঙ্গায় এখন জনমতের গ্রোত বইছে মুক্তি ও পরিবর্তনের প্রত্যাশায়।
Leave a Reply