এনএনবি : ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাস ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। এর আওতায় পিএ’র পক্ষ থেকে গাজার শাসনব্যবস্থা সামলাবে অস্থায়ী একটি কমিটি। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সঙ্গে গত মঙ্গলবার সন্ধ্যায় এক সাক্ষাৎকারে উর্ধ্বতন হামাস কর্মকর্তা মুসা আবু মারজুক একথা বলেছেন।
তিনি জানান, অস্থায়ী এই কমিটি গজার সীমান্ত ক্রসিং ও অভ্যন্তরীন নিরাপত্তা বাহিনী দেখভাল করবে এবং কমিটি পরিচালনা করবেন ফিলিস্তিন কর্তৃপক্ষের একজন মন্ত্রী। যদিও যুক্তরাষ্ট্র এ বিষয়ে অনুমোদন দিয়েছে কি না, তা স্পষ্ট করে বলেননি তিনি।
গাজায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের আওতায় চলমান যুদ্ধবিরতি স্থায়ী রূপ নিলে গাজা কীভাবে শাসিত হবে তা নিয়ে হামাস এবং ফিলিস্তিনি কর্মকর্তাদের মধ্যে কয়েক সপ্তাহের আলোচনার পর এই ঘোষণা এল। হামাস গাজায় বিদেশি কোনও সামরিক বাহিনীও মেনে নেবে না বলে জানিয়েছেন মুসা আবু মারজুক। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী, গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন বিষয়ক প্রস্তাবনা অনুমোদন করা কঠিন হবে। তিনি আরও বলেন, গাজায় শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থাতাকারীরা এমন একটি আন্তর্জাতিক বাহিনী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষেই গড়ে তোলার ওপর জোর দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই বাহিনী জাতিসংঘ প্রস্তাবনার আওতায় প্রতিষ্ঠা করতে ইচ্ছুক নয়। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর জায়গায় এমন কোনও আন্তর্জাতিক বাহিনী হামাস মেনে নেবে না। হামাসের এই কর্মকর্তা বলেন, গাজা যুদ্ধে ইসরায়েল জয় পায়নি। দুই বছরের ধ্বংযজ্ঞের পরও ফিলিস্তিনের জনগণ আত্মসমর্পণ করেনি। তিনি এও বলেন যে, গত ১১ অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ১৯০ বার তা লঙ্ঘন করেছে বলে হামাসের কাছে রেকর্ড আছে। গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে এখন বেশকিছু বিষয়ে মীমাংসা হওয়া বাকি জানিয়ে হামাস কর্মকর্তা মারজুক বলেন, “এ বিষয়ে এখনও দীর্ঘ আলোচনা প্রয়োজন।” যুক্তরাষ্ট্রের দাবি মেনে হামাস নিরস্ত্র হবে কিনা সে প্রসঙ্গে মারজুক বলেন, “গাজায় মাঠ পর্যায়ে হামাসই কার্যত নিয়ন্ত্রণে আছে। তাদেরকে নিরস্ত্র করা হলে অন্য গোষ্ঠীগুলোর অস্ত্র হাতে উঠবে, ঠিক যেমনটি ইরাকে সেনাবাহিনী বিলুপ্ত হওয়ার পর ঘটেছিল। সতর্ক করে দিয়ে তিনি বলেন, “এতে স্থিতিশীলতা আসবে না এবং যুদ্ধবিরতি বা অন্য কোনও চুক্তি বাস্তবায়নও কঠিন হবে। গাজায় শূন্যতা নেই, যে কোনও বিকল্প বাহিনী ফিলিস্তিনিদের নিয়ে এবং তাদের সম্মতিতে গঠিত হতে হবে, যাতে অভ্যন্তরীন কোনও সংঘাত না হয়।”
Leave a Reply