কাগজ প্রতিবেদক ॥ ঐতিহাসিক ৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদীদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে এসেছিল। এই গণঅভ্যুত্থানের ফলেই জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। কুমারখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শুক্রবার সকাল ১১ টায় কুমারখালী বাসস্ট্যান্ড কুষ্টিয়ার কুমারখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমারখালী উপজেলা ও পৌর এবং সকল অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা বিএনপ্#ি৩৯;র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নওয়াব আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপ্#ি৩৯;র সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সমস্ত রাজনীতি বন্ধ করে দিয়েছিল। বাকশাল কায়েম করেছিল আজকে কোথায় তারা। জিয়াউর রহমান এই দিনে এসে আবার সমস্ত রাজনীতি চালু করেছেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখন আমাদের কাজ হবে সব অভিমান ভুলে সকলে একসাথে হয়ে দলের কাজ, ভোটের কাজ করবো, ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবো। এবার ৪ কোটি যুবক ভোটার হয়েছেন, তারুণ্যের প্রতীক হোক ধানের শীষের প্রথম ভোট। সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের জেলা কমিট্#ি৩৯;র সাবেক সভানেত্রী অধ্যাপক সৈয়দ ফাহিমা বানু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক খন্দকার সামছুজ্জোহা জাহিদ,কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি খন্দকার আব্দুল গাফ্ধসঢ়;ফার, কুমারখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন জিলাল, কুমারখালী উপজেলা শ্রমিকদলের সভাপতি কিয়াম বিশ্বাস সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মন্ডলসহ কুষ্টিয়া জেলা ও কুমারখালী, খোকসা উপজেলার, ইউনিয়ন, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply