এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিউ ইয়র্ক নগরীর নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে সহায়তা করতে প্রস্তুত আছেন তিনি কিন্তু সতর্ক করে বলেছেন, এই গণতান্ত্রিক সমাজতন্ত্রীকে সফল হতে হলে ওয়াশিংটনের প্রতি ‘শ্রদ্ধাশীল’ হতে হবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনের প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় হিসেবে মেয়র নির্বাচিত হন ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী মামদানি। বুধবার তিনি তার ট্রানজিশন টিমের ঘোষণা দেওয়ার পর ট্রাম্প ওইসব মন্তব্য করেন, জানিয়েছে আল জাজিরা। নিজের বিজয়ী ভাষণে মামদানি ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ানোর অঙ্গীকার জানানোর পর প্রতিক্রিয়ায় ট্রাম্প নিউ ইয়র্কের নবনির্বাচিত এই মেয়রের মন্তব্যকে ‘বিপজ্জনক বিবৃতি’ বলে বর্ণনা করেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তার ওয়াশিংটনের প্রতি একটু শ্রদ্ধাশীল হতে হবে, কারণ তা না হলে, তার সফল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর আমি তাকে সফল করতে চাই। আমি ওই শহরকে সফল করতে চাই।” এরপর দ্রুতই পরিষ্কার করে জানান, মামদানির না, নিউ ইয়র্ক শহরের সাফল্য চান তিনি। মামদানিকে ‘কমিউনিস্ট’ বলে অভিহিত করা সত্ত্বেও বুধবার এর আগে ট্রাম্প জানান, তার প্রশাসন নতুন মেয়রকে ‘সাহায্য’ করবে।
ফ্লোরিডার মায়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “এই কমিউনিস্ট, মার্কসবাদী ও বিশ্বায়নবাদীদের সুযোগ ছিল; কিন্তু তারা বিপর্যয় ছাড়া কিছুই দিতে পারেনি। এখন দেখা যাক, নিউ ইয়র্কে একজন কমিউনিস্ট কেমন করে। আমরা দেখবে কীভাবে সেটা কাজ করে। “আমরা তাকে সাহায্য করবো। আমরা তাকে সাহায্য করবো। নিউ ইয়র্ককে সফল দেখতে চাই আমরা। আমরা তাকে একটু সাহায্য করবো, সম্ভবত।” মঙ্গলবার নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের আগ পর্যন্ত ট্রাম্প মামদানির তীব্র সমালোচনা করে গেছেন। মামদানিকে ‘কমিউনিস্ট পাগল’ আখ্যা দিয়েছিলেন এবং নিউ ইয়র্ক শহরকে দেওয়া ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন।
নির্বাচনী প্রচারণায় মামদানি বিনামূল্যে সার্বজনীন চাইল্ডকেয়ার, ভাড়া মুক্ত সরকারি বাস পরিষেবা, সরকার পরিচালিত মুদি দোকানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ট্রাম্পের দেওয়া ‘কমিউনিস্ট’ ট্যাগ প্রত্যাখ্যান করে নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী বলে বর্ণনা করেছেন।
Leave a Reply