কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া ৪ ( কুমারখালী-খোকসা) আসনে বিএনপির মনোনিত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী বিশাল শোডাউন করেছেন। বৃহস্পতিবার (৬নভেম্বর) বিকাল ৪টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকা থেকে শোডাউনটি থানামোড়, গণমোড়, হলবাজার, কাজীপাড়া মোড়, দুর্গাপুর, উপজেলা পরিষদ সড়কসহ গুরুত্বপুর্ণ স্থান প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।
সৈয়দ মেহেদী আহমেদ রুমী কুষ্টিয়া ৪ আসনের সাবেক এমপি এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী। প্রার্থী ঘোষণার পর বৃহস্পতিবার তিনি প্রথম ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকায় আসেন। দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া ৪ আসনের শেষ সীমানা কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসার বিলজানি বাজারে পৌঁছালে হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে সেখান থেকে বিশাল শোডাউন করে মেহেদী রুমী কুমারখালী শহর প্রদক্ষিণ করেন। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে।
বিকালে শোডাউন শেষে বিএনপির মনোনিত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী কুমারখালী বাসস্ট্যান্ডে এ পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। বক্তব্য দেওয়ার সময় তিন আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময় তিনি বলেন, আজ আপনাদের ভালবাসায় আমার ৩৬ ইঞ্চির বুক ৪২ ইঞ্চি হয়ে গেছে। কেডা আমার প্রতিদ্বন্দ্বী করবে আসুক। আমি দেখতে চাই ব্যালটের মাধ্যমে। আমি কোনো অন্যায় করিনি। তারণ্যদের সাথে নিয়ে ইনশাআল্লাহ্ আমি বিজয় লাভ করব।
তিনি আরও বলেন, আপনারা জানেন তারেক রহমান সাহেব আমাকে নমিনেশন দিয়েছেন। অনেকেরই দিতে পারেননি উনি। আমি তাদের কাছে আহবান জানানো। আসেন আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে কাজ করি। আমার বিরুদ্ধে মিছিল করে কোনো লাভ নাই। তাহলে তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করা হবে। জিয়াউর রহমানের আদর্শের বিরুদ্ধে মিছিল করা হবে। সেই মিছিল করে আপনারা টিকতে পারবেন না। জনগণ ব্যালটের মাধ্যমে সেই মিছিলকে উড়িয়ে দিবে ইনশাআল্লাহ। সুতরাং আমি আহবান জানায় সবাইকে আসেন একসঙ্গে নির্বাচন করি।
এ পথসভায় উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ, জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, জেলা বিএনপি’র সাবেক সাংগাঠনিক সম্পাদক খন্দকার সামছুজ্জোহা জাহিদ, কুমারখালী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. তরিকুল ইসলাম লিপন, খোকসা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ আনিসউজ্জামান আনিস, খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আল, কুমারখালী উপজেলা শ্রমিকদলের সভাপতি কিয়াম বিশ্বাস সাধারণ সম্পাদক আব্দু হান্নানসহ কুষ্টিয়া জেলা ও কুমারখালী, খোকসা উপজেলার, ইউনিয়ন, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply