1. nannunews7@gmail.com : admin :
November 7, 2025, 7:16 pm
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ কুষ্টিয়ায় দৌলতপুরে সন্তান হত্যা করে মায়ের আত্মহত্যা কুমারখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে মেহেদী রুমীঃ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন চালের দাম নি¤œমুখী, ৪০ টাকা বেড়েছে পেঁয়াজে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই: প্রেস সচিব গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্ত চলছে: ফখরুল আইএমএফের সঙ্গে বৈঠক নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াবে না সরকার আকবর-মোসাদ্দেকের নৈপুন্যে শ্রীলংকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ শসা চীন-রাশিয়ার প্রভাব মোকাবেলায় মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

কালমায়েগি : ফিলিপিন্সে মৃত্যু ১১৪ ঝড় যাচ্ছে ভিয়েতনামের দিকে

  • প্রকাশিত সময় Thursday, November 6, 2025
  • 5 বার পড়া হয়েছে

এনএনবি : চলতি বছরের অন্যতম শক্তিশালী টাইফুন কালমায়েগির তা-বে মধ্য ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জনে; বাস্তুচ্যুত হয়েছে লক্ষাধিক মানুষ।
বিবিসি লিখেছে, টাইফুন কালমায়েগি দেশটির বিশাল এলাকা প্লাবিত করেছে, যার মধ্যে বৃহত্তম জনবসতিপূর্ণ দ্বীপ সেবুতে সবচেয়ে বেশি ৭১ জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছে ৮২ জন। ১২৭ জন এখনো নিখোঁজ। এদিকে সেবু প্রাদেশিক কর্তৃপক্ষ আরও ২৮ জনের মৃত্যুর খবর জানিয়েছে, যা জাতীয় দুর্যোগ প্রতিরক্ষা দপ্তরের প্রকাশিত হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। কালমায়েগি বৃহস্পতিবার সকালে ফিলিপিন্স ছেড়ে মধ্য ভিয়েতনাম অভিমুখে অগ্রসর হচ্ছে, যেখানে ইতোমধ্যে বন্যায় ডজনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ফিলিপিন্সে বেশিরভাগ মৃত্যু হয়েছে ঢলের পানিতে ডুবে যাওয়ার কারণে। ঝড়ে পাহাড় থেকে নেমে আসা কাদাপানির স্রোত শহর ও গ্রামাঞ্চলে ঢুকে পড়ে।
সেবুর আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ছোট ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং বন্যার পানি নেমে যাওয়ার পর জায়গায় জায়গায় জমে আছে পুরু কাদার স্তর। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ঝড়ের তা-ব ছিল ‘নজিরবিহীন’। নিজেদের ক্ষতিগ্রস্ত বাড়িতে ফিরে আসা মানুষ এখনো বন্যার ধাক্কা সামলাতে পারছেন না। মান্দাউ শহরের ব্যবসায়ী জেল-আন মইরা সার্ভাস বিবিসিকে বলেন, মাত্র কয়েক মিনিটের মধ্যেই তার বাড়ি কোমর সমান পানিতে তলিয়ে যায়। তিনি দ্রুত পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে আসেন, সঙ্গে শুধু কিছু খাবার ও ইলেকট্রনিক জিনিস নিতে পারেন। তিনি বলেন, “এখন বৃষ্টি পুরোপুরি থেমে গেছে, রোদ উঠেছে, কিন্তু আমাদের ঘর এখনো কাদায় ভর্তি, আর ভেতরের সবকিছু একেবারে এলোমেলো। কোথা থেকে পরিষ্কার শুরু করব, বুঝতে পারছি না। তাকালেই কান্না চলে আসে।” জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, সেবু অঞ্চলে প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যেখানে মোট জনসংখ্যা প্রায় ২৫ লাখ।
সরকারি মৃত্যুর তালিকায় রয়েছে সামরিক উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ছয়জনের নামও, যারা মঙ্গলবার সেবুর দক্ষিণে মিন্দানাও দ্বীপে ত্রাণ কার্যক্রমে যোগ দিতে গিয়ে দুর্ঘটনায় নিহত হন। উদ্ধারকর্মী কার্লোস হোসে লানাস বিবিসিকে বলেন, “আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু বন্যার ব্যাপ্তি দেখে সবাই হতবাক হয়ে যায়। এটা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ বন্যা।” এ স্বেচ্ছাসেবী বলেন, “প্রায় সব নদী উপচে পড়েছিল। উদ্ধার অভিযানে এত মানুষ সাহায্য চাইছিল যে স্থানীয় জরুরি কর্মীদের পক্ষে সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।” টাইফুন কালমায়েগি স্থানীয়ভাবে ‘টিনো’ নামে পরিচিত, এ বছর ফিলিপিন্সে আঘাত হানা ২০তম ক্রান্তীয় ঝড়। পরপর দুটি টাইফুনে ডজনের বেশি মানুষের মৃত্যু এবং অবকাঠামো ও ফসলের ক্ষতির এক মাসের মধ্যে কালমায়েগি আসে। সুপার টাইফুন রাগাসা (স্থানীয় নাম নান্দো) সেপ্টেম্বরের শেষদিকে আঘাত হানে, তার পরপরই টাইফুন বুয়ালয় (স্থানীয় নাম ওপং) আসে। স্থানীয়ভাবে ন্যান্ডো নামে পরিচিত সুপার টাইফুন রাগাসা আঘাত হানে সেপ্টেম্বরের শেষ দিকে। এর কিছুদিন পর আঘাত হানে টাইফুন বুয়ালয়, যার স্থানীয় নাম ওপং। এর আগে কয়েক মাসের অস্বাভাবিক ভারি বৃষ্টিতে ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছিল। দুর্বল বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে জনরোষ ও ক্ষোভ দেখা দেয়, দুর্নীতির অভিযোগ ওঠে জোরেশোরে। টাইফুন কালমায়েগি বৃহস্পতিবার ভোরে ফিলিপিন্স ত্যাগ করে। এরপর থেকে এ ঝড়ে বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার থেকে বেড়ে ১৫৫ কিলোমিটার হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এ ঝড় শুক্রবার সকালে মধ্য ভিয়েতনাম উপকূলে আঘাত হানবে। সেখানে ইতোমধ্যে ৫০টির বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। বিবিসি লিখেছে, ভিয়েতনামে প্রবল বৃষ্টিপাত ও নদীর বাঁধ ভেঙে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে তীব্র বন্যার সঙ্গে লড়ছে দেশটি। এই বন্যায় সেখানকার বহু জনপ্রিয় পর্যটনকেন্দ্র প্লাবিত করেছে। থাইল্যান্ডও ঝড়ের প্রভাব নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে; সেখানকার কর্মকর্তারা হঠাৎ বন্যা, ভূমিধস ও নদী উপচে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640