এনএনবি : শক্তিশালী টাইফুন কালমায়েগি ফিলিপিন্সের মধ্যাঞ্চলে আঘাত হেনে অন্তত চারজনের মৃত্যু ঘটিয়েছে। তীব্র ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি, দমকা হাওয়া ও জলোচ্ছ্বাস কয়েক হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য করে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। মঙ্গলবার ভোরে ফিলিপিন্সের ওই অঞ্চলের স্থলভাগে আঘাত হানার সময় টাইফুন কালমায়েগির বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে বেড়ে ১৮০ কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছিল।
স্থানীয়ভাবে ‘টিনো’ নাম পাওয়া কালমায়েগি বুধবারের মধ্যে ফিলিপিন্সের ভিসায়াস দ্বীপপুঞ্জ ও পালাওয়ান দ্বীপের উত্তরাঞ্চল অতিক্রম করে দক্ষিণ চীন সাগরের দিকে এগিয়ে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, দেশটির মধ্যাঞ্চলীয় ভিসায়াস, লুজনের দক্ষিণাঞ্চল ও মিন্দানাওয়ের উত্তরাঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের মধ্যে ভিসায়াস অঞ্চলের সেবু প্রদেশে তিনজনের মৃত্যু হয়েছে ও অন্তত একজন নিখোঁজ বলে জানিয়েছেন প্রদেশটির তথ্য কর্মকর্তা আইনজেলিজ ওরং। আরও দুইজনের মৃত্যুর তথ্য পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
ডিজেআরএইচ রেডিওর ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, তালিসাই শহরের ঘরবাড়ি সম্পূর্ণ ডুবে গেছে, জলের ওপর শুধু ছাদগুলো দেখা যাচ্ছে। একই ধরনের দৃশ্য দেখা গেছে সেবু সিটির বিভিন্ন অংশে, যেখানে রাস্তাঘাট ও যানবাহন পানিতে তলিয়ে গেছে। রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা পাগাসা জানায়, কালমায়েগির প্রভাবে ভিসায়াস অঞ্চলজুড়ে ভারি বৃষ্টি ও প্রবল বাতাস বইছে। এদিকে, ঘূর্ণিঝড়ের কারণে ১৬০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সমুদ্রগামী জাহাজগুলোকে নিকটবর্তী নিরাপদ বন্দরে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে রয়টার্স।
পাগাসা সতর্ক করে বলেছে, ফিলিপিন্সের মধ্যাঞ্চলে উপকূলীয় ও নিচু এলাকায় তিন মিটারেরও বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে, যা ‘জীবননাশী ও ধ্বংসাত্মক’ হতে পারে। অন্যদিকে, ভিয়েতনাম সরকার মঙ্গলবার জানিয়েছে, কালমায়েগির প্রভাবে দেশটির মধ্যাঞ্চলে বড় ধরনের দুর্যোগ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা আর পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাতে ঘূর্ণিঝড়টি ভিয়েতনামের মধ্যাঞ্চল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। ওই অঞ্চলটি গত সপ্তাহেই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্ততপক্ষে ৪০ জনের মৃত্যু হয় ও ৬ জন নিখোঁজ হন। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, “এটি একটি অত্যন্ত শক্তিশালী টাইফুন, যা পূর্ব সাগরে প্রবেশের পর আরও শক্তিশালী হয়ে উঠছে।” ফিলিপিন্স প্রতি বছর গড়ে ২০টি ক্রান্তীয় ঝড়ের আঘাতে বিপর্যস্ত হয়। সাম্প্রতিক মাসগুলোতে দেশটি একাধিক ভূমিকম্প ও ভয়াবহ আবহাওয়ার ধাক্কা সামলাচ্ছে। এর আগে সেপ্টেম্বর মাসে সুপার টাইফুন রাগাসা উত্তর লুজন অতিক্রম করার সময় প্রবল বাতাস ও বৃষ্টিপাতে সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করতে বাধ্য করেছিল।
Leave a Reply